মেসির পর দি মারিয়া-বুসকেতসকেও চায় মায়ামি

অনেক বছর থেকেই লিওনেল মেসিকে দলে টানার চেষ্টা চালিয়ে অবশেষে সফল হয়েছে ইন্টার মায়ামি। ইতিহাসের অন্যতম সেরা এই খেলোয়াড় খুব শীঘ্রই যোগ দিতে যাচ্ছেন মেজর সকার লিগের এই ক্লাবে। তার সঙ্গে আরও কিছু তারকা খেলোয়াড়ে নজর দিয়েছে তারা। জাতীয় দলের সতীর্থ আনহেল দি মারিয়া ও সাবেক বার্সেলোনা সতীর্থ সের্জিও বুসকেতসও যোগ দিতে পারেন ক্লাবটিতে।
আর্জেন্টাইন সাংবাদিক সিজার লুইস মার্লো তার প্রতিবেদনে জানিয়েছেন, ৩৫ বছর বয়সী দি মারিয়ার জন্য একটি প্রস্তাব তৈরি করছে মায়ামি। জুভেন্তাসের সঙ্গে এক মৌসুমের চুক্তি শেষে ফ্রি এজেন্ট হয়ে গেছেন এই আর্জেন্টাইন। গত সপ্তাহেই জানিয়েছেন তুরিনের ক্লাবটির সঙ্গে চুক্তি নবায়ন করছেন না তিনি। ইতালি ছাড়লেও শীর্ষস্তরে আরও কিছু দিন খেলার ইচ্ছা রয়েছে তার। তাকে ফিরে পেতে চাইছে বেনফিকাও।
তবে সের্জিও বুসকেতসকে পাওয়ার ক্ষেত্রে অনেকটাই আশাবাদী মায়ামি। দীর্ঘ ১৫ বছরের যাত্রা শেষে বার্সেলোনাকে কিছু দিন আগেই বিদায় জানান এ মিডফিল্ডার। মেসির মতো তাকেও পাওয়ার চেষ্টা চালাচ্ছে সৌদি আরব। তবে ধারণা করা হচ্ছে মেসির সঙ্গে একত্রে খেলতে মায়ামিকেই বেছে নিতে পারেন এ স্প্যানিশ মিডফিল্ডার।
উল্লেখ্য, বুধবার রাতে নিজের ভবিষ্যৎ হিসেবে ইন্টার মায়ামিকে বেছে নেওয়ার বিষয়টি স্বীকার করেন মেসি। দুটি স্প্যানিশ সংবাদমাধ্যম দিয়ারিও স্পোর্ত ও মুন্দো দিপোর্তিভোকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, 'আমি মায়ামিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এখনও চুক্তির সব কাজ সারতে পারিনি। এখনও কিছু বিষয় বাকি আছে। তবে আমরা এই লক্ষ্যে সামনে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।'
অথচ সৌদি আরবের ক্লাব আল-হিলাল থেকে বার্ষিক ৫০০ মিলিয়ন ডলারের লোভনীয় প্রস্তাব দেওয়া হয়েছিল মেসিকে। অন্যদিকে মায়ামিতে পাবেন মাত্র ৫৪ মিলিয়ন ডলার। তবে সংবাদ মাধ্যম দ অ্যাথলেটিক জানিয়েছে, অ্যাপল ও অ্যাডিডাস থেকেও কিছু আয় করতে পারবেন মেসি। দুটি প্রতিষ্ঠানের একটি অংশ দেওয়া হতে পারে তাকে।
Comments