সৌদি প্রো লিগের সেরা একাদশে নেই রোনালদো

সৌদি প্রো লিগের বর্ষসেরা একাদশ ঘোষণা করেছে লিগ কর্তৃপক্ষ। কিন্তু সেখানে আল-নাসরের দুই খেলোয়াড় জায়গা পেলেও পাননি পাঁচ বারের ব্যালন ডি'অর জয়ী ক্রিস্তিয়ানো রোনালদো। সেন্টার ফরোয়ার্ড হিসেবে রয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ধারে আল-হিলালে খেলা ওডিওন ইঘালো।
সাংবাদিক পিয়ার্স মরগানকে দেওয়া আগ্রাসী সাক্ষাৎকারের কারণে ইউনাইটেড থেকে ছাঁটাই করার পর গত জানুয়ারিতে সৌদি লিগের ক্লাব আল-নাসরে যোগ দেন রোনালদো। মাঝ পথে যোগ দিয়ে শুরুতে কিছুটা সংগ্রাম করলেও ধীরে ধীরে নিজেকে মানিয়ে নিয়ে জ্বলে ওঠেন তিনি। শেষ পর্যন্ত ১৬ ম্যাচে ১৪টি গোল করতে সমর্থ হন এই পর্তুগিজ তারকা। কিন্তু তারপরও সেরা একাদশে রাখা হয়নি তাকে।
রোনালদোর চেয়ে পাঁচ গোল বেশি করা ওডিওন জায়গা পান প্রো লিগের সেরা একাদশে। আল-হিলালের এই নাইজেরিয়ান ফরোয়ার্ড খেলেছেন ২৭টি ম্যাচ। তার দল লিগে হয়েছে তৃতীয়। নিজেও লিগের তৃতীয় সর্বোচ্চ গোলদাতা। ২৬ ম্যাচে ২১ গোল দিয়ে শীর্ষ গোলদাতা আল-ইত্তেহাদের আব্দেররাজ্জাক হামদেল্লাহ।
আক্রমণভাগে ওডিওনের সঙ্গী আল-ফাতেহর জুটি ফিরাস আল-বুরাইকান ও মুরাদ বাতনা। লিগে তারা করেছেন যথাক্রমে ১৭ ও ১০ গোল। চ্যাম্পিয়ন আল-ইত্তেহাদের রয়েছে পাঁচজন খেলোয়াড় - রোমারিনহো, আহমেদ হেজাজি, আহমেদ শারাহিলি, মাদাল্লাহ আল-ওলায়ান এবং মার্সেলো গ্রোহে।
বায়ার্ন মিউনিখের সাবেক মিডফিল্ডার লুইজ গুস্তাভো রয়েছেন একাদশে। লেফট-ব্যাকে তারই আল-নাসর সতীর্থ ঘিসলাইন কোনানও পেয়েছেন জায়গা। আল-তাওউনের কাকুর মিডফিল্ড ত্রয়ীতে জায়গা মিলেছে।
এদিকে প্রো লিগে খেলতে পেরে দারুণ খুশি রোনালদো। কদিন আগেই বলেছিলেন, 'আমি এখানে খুশি, আমি এখানে চালিয়ে যেতে চাই, এখানে চালিয়ে যাব। আমার মতে, তারা এখানে যে কাজটি করতে চায় তা অব্যাহত রাখলে আগামী পাঁচ বছরের মধ্যে সৌদি লীগ বিশ্বের সেরা পাঁচটি লীগের একটি হতে পারে।'
Comments