বিক্রি হয়ে গেছে মায়ামির সব ম্যাচের টিকিট

ইন্টার মিয়ামিতে লিওনেল মেসির আগমনকে ঘিরে রীতিমতো উন্মাদনা সৃষ্টি করেছে। টিকিটের দাম বাড়তে থাকে হুহু করে। কিন্তু তাতেও থেমে নেই সমর্থকরা। এরমধ্যেই শেষ হয়ে গেছে ক্লাবটি সব ম্যাচের টিকিট। হোম কিংবা অ্যাওয়ে কোনো ম্যাচেরই টিকিট আর অবশিষ্ট নেই। মেসির প্রভাব দেখতে শুরু করেছে যুক্তরাষ্ট্রের ফুটবল।
এমন অভূতপূর্ব চাহিদার ফলে শুরু থেকেই টিকিটের দাম বেড়ে যায় বহুগুণ। সবচেয়ে কম চাহিদার যে টিকিটের মূল্য ছিল ২৯ ডলার, তা নিউইয়র্কের টিকিটের অনলাইন বাজার নিয়ন্ত্রণকারী প্ল্যাটফর্ম টিকপিকের দেওয়া তথ্য অনুযায়ী একদিনেই বেড়ে হয়েছে হয়েছে ৫৪৪ ডলার। সর্বোচ্চ দুই হাজার ডলারেরও বেশি।
অথচ আনুষ্ঠানিকভাবে পিএসজি অধ্যায় এখনও শেষ হয়নি মেসির। জুনের ৩০ তারিখে শেষ হবে চুক্তির মেয়াদ। এরপরই তারসঙ্গে চুক্তি করতে পারবে মায়ামি। তাই সব ঠিক থাকলে জুনের পর ক্লাবটির হয়ে খেলতে পারবেন। ধারণা করা হচ্ছে আগামী ২১ জুলাই মায়ামির হয়ে মাঠে নামতে পারবেন মেসি।
তবে এর আগে ৮ জুলাই ডিসি ইউনাইটেডের বিপক্ষে ও ১৫ জুলাই সেইন্ট লুইস সিটির বিপক্ষে দুটি ম্যাচ রয়েছে মায়ামির। তবে স্থানীয় সূত্রের বরাতে দ্য অ্যাথলেটিক জানিয়েছে সেই দুই ম্যাচে নাও পাওয়া যেতে পারে মেসিকে। এমএলএসে তাই মেসির প্রথম ম্যাচটা ক্রুজ আজুলের বিপক্ষেই হতে পারে।
এদিকে মায়ামিতে যোগ দেওয়া নিয়ে মেসির সঙ্গে কথা হয়েছে বন্ধু সের্জিও আগুয়েরো। তখন মেসির কাছে মায়ামির ম্যাচ টিকিট চেয়েছেন তিনি। ইএসপিএন আর্জেন্টিনার সঙ্গে আলাপকালে আগুয়েরো বলেন, 'হ্যাঁ, সে মায়ামিতে যাচ্ছে। সে আমাকে সব জায়গায় অনুসরণ করতে বাধ্য করে (হাসি)। আমি তাকে বললাম আমাকে একটি টিকিট দিতে। সে বলল, "সব বিক্রি হয়ে গেছে, কোনো টিকিট নাই। আমি জানি না কি হচ্ছে।"'
তবে আগুয়েরোকে ম্যাচ টিকিট সংগ্রহ করে দিবেন বলে কথা দিয়েছেন মেসি। এমনকি তা সামনের সারির। আগুয়েরোর ভাষায়, 'অবশ্যই আমি যাচ্ছি এবং ওকে খেলতে দেখব। সেখানে (মায়ামি) পোকারের ওয়ার্ল্ড সিরিজও হয়। আমি যাব। যখন আপনি বেশি স্বাধীনতা নিয়ে খেলবেন সবকিছুই ভালো হবে।'
Comments