চ্যাম্পিয়ন্স লিগ জেতা এত কঠিন: গার্দিওলা

মেসি, জাভি, ইনিয়েস্তাদের নিয়ে বার্সেলোনায় সবশেষ চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতেছিলেন পেপ গার্দিওলা। এরপর বায়ার্ন মিউনিখ ও ম্যানচেস্টার সিটির মতো দলে কোচ হয়েও পারছিলেন না তিনি। দুই বছর আগে অবশ্য সিটিকে নিয়ে ফাইনাল খেলেছিলেন। কিন্তু চেলসির কাছে পেরে ওঠেনি দলটি। অবশেষে গেরো খুলতে পেরেছেন এই স্প্যানিশ কোচ। তবে এই শিরোপা জেতা যে কতোটা কঠিন তা হাড়েহাড়ে টের পেয়েছেন তিনি।

তবে এবার যে চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারে তা আগেই টের পেয়েছিলেন গার্দিওলা। ম্যাচ শেষে বলেছেন, 'তারকাদের মধ্যে এটা লেখা ছিল যে আমরা এই মৌসুমে জিতব - এবং আমরা করেছি। আমি ক্লান্ত, শান্ত ও তৃপ্ত বোধ করছি। এই শিরোপা জেতা এত কঠিন…! আমরা জানতাম কঠিন হবে। তারা (ইন্টার মিলান) সত্যিই ভালো ছিল। প্রথমার্ধে উদ্বিগ্ন ছিলাম তবে ধৈর্যশীল হওয়ার প্রশ্ন ছিল। বিরতিতে আমি তাদের ধৈর্য ধরতে বলেছি। আজকে আমাদের সেরা পারফরম্যান্স ছিল না। তবে আপনাকে ভাগ্যবানও হতে হবে। এই প্রতিযোগিতাটি একটি মুদ্রা নিক্ষেপের (টস) মতো।'

ইস্তানবুলে শনিবার রাতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ইন্টার মিলানকে ১-০ গোলের ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ম্যানচেস্টার সিটি। প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতে এবারের মৌসুমে ট্রেবলও পূরণ করে নিল সিটি। এর আগে ইংলিশ প্রিমিয়ার লিগ ও এফএ কাপের শিরোপা জিতেছিল তারা। ছুঁয়ে ফেলেন আলেক্স ফার্গুসনের কীর্তি। এর আগে একমাত্র ইংলিশ ক্লাব হিসেবে ট্রেবল জিতেছিল ফার্গুসনের ইউনাইটেড। অবশ্য তাকে ছাড়িয়ে নতুন ইতিহাসও গড়েছেন গার্দিওলা। কোচ হিসেবে দুইবার ট্রেবল জয়ের কীর্তি নেই আর কেউর। এর আগে বার্সার হয়েও ট্রেবল জিতেছিলেন এই স্প্যানিশ কোচ।

শনিবার ম্যাচের দিন সকালে ফার্গুসনের কাছ থেকে শুভেচ্ছা বার্তা পেয়েছিলেন গার্দিওলা। তাতে আপ্লুত এই কোচ, 'অ্যালেক্স ফার্গুসনের পাশে থাকতে পারা আমার জন্য বড় সম্মানের বিষয়। আজকে সকালে তার কাছ থেকে ফোনে একটি বার্তা পেয়েছি আমি, যা আমাকে প্রবলভাবে স্পর্শ করেছে। তার কাছ থেকে শুভেচ্ছা পাওয়াটা ছিল দারুণ।'

এখন সময় নতুন মৌসুম নিয়ে ভাবার। তবে আপাতত এ নিয়ে ভাবতে রাজী নন গার্দিওলা। বিশ্রাম নিতে চান তিনি। তবে ফুটবলারদের অবশ্য স্বস্তি নেই। ক্লাব মৌসুম শেষে জাতীয় দলের হয়ে খেলতে হবে তাদের, 'পরের মৌসুম নিয়ে কথা বলার মতো শক্তি আমার অবশিষ্ট নেই। এখন এটা অসম্ভব। আমাদের বিরতি দরকার। আমাদের ফুটবলারদের সামনে আন্তর্জাতিক ম্যাচ আছে। উয়েফা ও ফিফা, দয়া করে এটা নিয়ে ভাবুন। মাত্রই দুই-তিন সপ্তাহ আগে শেষ হয়েছে প্রিমিয়ার লিগ, ওদেরকে এখনই ফিরে আসতে হবে। এটা প্রচণ্ড বাড়াবাড়ি।'

Comments

The Daily Star  | English

Pakistan says it has launched military offensive against India

Locked in a longstanding dispute over Kashmir, the two countries have engaged in daily clashes since Wednesday

41m ago