ফ্রান্সে মেসি প্রাপ্য সম্মান পাননি: এমবাপে
কাতার বিশ্বকাপ শেষে পিএসজিতে যোগ দেওয়ার পর থেকেই মাঠে দুয়ো শোনা যেন নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে উঠেছিল লিওনেল মেসির জন্য। বাদ যায়নি প্যারিসের ক্লাবটির হয়ে বিদায়ী ম্যাচেও। যা সামনে থেকেই দেখেছেন কিলিয়ান এমবাপের। ফ্রান্সে মেসি প্রাপ্য সম্মান পাননি বলেই মন্তব্য করেছেন এই তরুণ ফরোয়ার্ড।
বার্সেলোনা ছেড়ে পিএসজিতে শেষ দুটি মৌসুম খেলেছেন মেসি। সুযোগ ছিল আরও এক মৌসুম খেলার। বেশ কিছু জটিলতায় চুক্তি নবায়নে আগ্রহী হননি মেসি। এমনকি ইউরোপ ছাড়ার ঘোষণা দিয়েছেন তিনি। বেছে নিয়েছেন মেজর সকার লিগ ইন্টার মায়ামিকে। তাই জুনের শেষ পর্যন্ত চুক্তির মেয়াদ থাকলেও পিএসজি অধ্যায় এখন সম্পূর্ণ অতীত মেসির জন্য।
মেসির মতো চুক্তি নবায়নের জটিলতায় আছেন এমবাপেও। পিএসজিতে আর নতুন চুক্তি করতে চান না বলেই সংবাদ প্রকাশিত হয়েছে ফরাসি গণমাধ্যমে। প্যারিসের ক্লাবে আগামী মৌসুমটাই শেষ জানিয়ে চিঠি দিয়েছিলেন তিনি। যা স্বাভাবিকভাবেই পছন্দ হয়নি ক্লাব কর্তৃপক্ষের। তাই অপেক্ষা না করে এখনই তাকে বিক্রি করে দিতে চায় তারা।
ইতালিয়ান সংবাদমাধ্যম লা গাজ্জেত্তা দেল্লো স্পোর্তকে দেওয়া সাক্ষাৎকারে মেসির বিদায় নিয়ে এমবাপে বলেছেন, 'তিনি ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড়দের একজন। মেসির মতো কারোর চলে যাওয়া দলের জন্য ভালো খবর নয়। আমি ঠিক বুঝতে পারছি না তার চলে যাওয়ায় কেন এত লোক খুব খুশি হয়েছে। ফ্রান্সে প্রাপ্য সম্মানটা তিনি পাননি।'
মূলত চ্যাম্পিয়ন্স লিগের প্রত্যাশায় মেসিকে দলে টেনেছিল পিএসজি। কিন্তু তার দলে যোগ দানের পর দলটি দুই মৌসুমেই বিদায় নিয়েছে শেষ ষোলো থেকে। তাতেই যেন সমর্থকদের চক্ষুশূলে পরিণত হন মেসি। এছাড়া কাতার বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে হারিয়েই শিরোপা জিতে নেয় মেসির বিশ্বকাপ। তাতে ক্ষতটা যেন আরও বাড়ে স্থানীয় সমর্থকদের।
Comments