বাংলাদেশ অনেক উন্নতি করেছে: সুনীল ছেত্রি
প্রতিপক্ষ যদি হয় ভারত, তাহলে বাংলাদেশের জন্য বড় মাথাব্যথার কারণ হয়ে ওঠেন সুনীল ছেত্রি। লাল-সবুজ বাহিনীকে অনেকবারই ভুগিয়েছেন এই ফরোয়ার্ড। তার কারণেই অনেক ম্যাচে জয়ের দ্বারে থেকেও খালি হাতে ফিরতে হয়ে হয়েছে বাংলাদেশকে। তবে বর্তমান বাংলাদেশ আগের চেয়ে বেশ উন্নতি করেছে বলেই মনে করছেন তিনি।
সাফ চ্যাম্পিয়নশিপে এবার ভিন্ন দুটি গ্রুপে পড়েছে বাংলাদেশ ও ভারত। গ্রুপ পর্বে মুখোমুখি হওয়ার সুযোগ নেই। সেমি-ফাইনালেও দেখা হওয়ার সম্ভাবনা খুব কম। তাই বাংলাদেশের ম্যাচ খুব বেশি দেখা হয়নি সুনীলের। কিন্তু যতটুকু দেখেছেন তাতে জামাল ভুঁইয়াদের উন্নতি চোখে পড়েছে এই ফরোয়ার্ডের।
দ্য ডেইলিস্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, 'আমরা বাংলাদেশের কিছু ক্লিপ দেখেছি। তবে তারা আমাদের গ্রুপে না থাকায় তাদের অনেক ম্যাচ দেখা হয়নি। আমরা যা দেখেছি, আমার মনে হয় লেবাননের বিপক্ষে প্রথমার্ধে তারা সত্যিই ভালো ছিল। তাদের বেশ শক্তিশালী দেখাচ্ছিল এবং অনেক উন্নতি করেছে।'
আজ বাংলাদেশের ভুটান ম্যাচের পরই প্রতিপক্ষ জেনেই আরও ভিডিও দেখবেন বলে জানান সুনীল, 'আমরা এখনও জানি না আমরা কাদের মুখোমুখি হতে যাচ্ছি, তাই আমরা আগামীকাল (আজ বাংলাদেশ-ভুটান ম্যাচের) ফলাফলের জন্য অপেক্ষা করছি। এবং যখন আমরা জানব যে আমরা কাদের মুখোমুখি হব, আমরা তাদের আরও ভিডিও দেখব।'
আন্তর্জাতিক ফুটবল এখন পর্যন্ত ৯২টি গোল দিয়েছেন সুনীল। বাংলাদেশের বিপক্ষে তো বরাবরই সফল। সবশেষ চার ম্যাচে গোল দিয়েছেন পাঁচটি। সবমিলিয়ে ছয় ম্যাচে ছয়টি। এইতো গত মার্চেও প্রীতি ম্যাচে সুনীলের জোড়া গোলে জয় বঞ্চিত হয়েছে বাংলাদেশ। যার একটি ছিল ম্যাচের যোগ করা সময়ে দেওয়া।
অথচ বয়সটা ৩৮ ছাড়িয়েছে সুনীলের। এখনও তরুণদের সঙ্গে খেলছেন সমান তালেই। অভিজ্ঞতার কারণেই কাজটা সহজ হচ্ছে বলে জানান তিনি, 'এটা সহজ। আপনার বয়স যখন ৩৮, আপনি ইতিমধ্যেই জানেন ঠিক কী কারণে আপনি ব্যর্থ হতে পারেন। মন সঠিক জায়গায় আছে এবং আপনি আরও শান্ত। সুতরাং, ৩৮ এ খেলা সহজ।'
Comments