ইন্টার মায়ামিতে যোগ দিলেন আলবাও
সাবেক বার্সেলোনা তারকাদের পুনর্মিলনীর করে দিচ্ছে ইন্টার মায়ামি। লিওনেল মেসি, সার্জিও বুসকেটস, কোচ জেরার্দো মার্তিনোর পর এবার ক্লাবটিতে যোগ দিলেন জর্দি আলবাও।
যুক্তরাষ্ট্রের মেজর সকাল লিগের ক্লাব ইন্টার মায়ামির প্রেসিডেন্ট হোর্সে মাস মঙ্গলবার জানিয়েছেন, 'জর্দির সঙ্গে চুক্তি হয়ে গেছে। কয়েকদিনের মধ্যেই সে দলে যোগ দেবে।'
বুসকেটসের মতই গত মৌসুমের পর বার্সেলোনা ছাড়েন আলবা। বুসকেটস, আলবা আর মেসি তাদের সেরা সময়ে এক সঙ্গে মিলে বার্সাকে পাইয়ে দিয়েছেন অনেক সাফল্য।
বার্সেলোনার হয়ে ১১ বছরে সাড়ে চারশোর বেশি ম্যাচ খেলে চ্যাম্পিয়ন্স লিগ, স্প্যানিশ লা লিগা, কোপা দেল রে, স্প্যানিশ সুপার কাপ, উয়েফা সুপার কাপের মতন ট্রফি জিতেছেন এই লেফট ব্যাক।
আলবার পর মায়ামিতে যোগ দিতে পারেন আরেক সাবেক বার্সা তারকা লুইস সুয়ারেজও।
Comments