ফিফা র্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগিয়েছে বাংলাদেশ
সাফ চ্যাম্পিয়নশিপে এবার দারুণ ফুটবল উপহার দিয়েছিলেন জামাল ভুঁইয়ারা। সেই পারফরম্যান্সের পুরস্কার ফিফা র্যাঙ্কিংয়ে পেল বাংলাদেশ। তিন ধাপ এগিয়ে ১৮৯ নম্বরে উঠে এসেছে তারা।
বৃহস্পতিবার নতুন র্যাঙ্কিং প্রকাশ করে বিশ্ব ফুটবলের নিয়ন্তা সংস্থা ফিফা। সবশেষ র্যাঙ্কিং তো বটেই সেই ২০২২ সাল থেকে ১৯২ নম্বরে ছিল বাংলাদেশ। এবার কিছুটা উন্নতি হলো হ্যাভিয়ার ক্যাবরেরার দলের।
সাফে এবার শক্তিশালী লেবানন ও কুয়েতের বিপক্ষে লড়াই করে হারে বাংলাদেশ। গ্রুপ পর্বে লেবাননের বিপক্ষে ৮০ মিনিট পর্যন্ত আটকে রেখেছে শেষ দিকে নিজের ভুলে হারে। এরপর গ্রুপ পর্বে বাকি দুই ম্যাচে মালদ্বীপ ও ভুটান দুই দলকেই হারায় ৩-১ ব্যবধানে। সেমি-ফাইনালে উঠে কুয়েতের বিপক্ষে অতিরিক্ত সময়ে গোল হজম করে হারতে হয় জামালদের।
তবে শীর্ষ দশে অবশ্য কোনো পরিবর্তন আসেনি। শীর্ষেই আছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তাদের ঠিক পরেই আছে আরেক ফাইনালিস্ট ফ্রান্স। দুই দলের পয়েন্টও প্রায় সমান। ভগ্নাংশের ব্যবধানে এগিয়ে রয়েছে লিওনেল মেসির দল।
তিন নম্বরে রয়েছে ব্রাজিল। ইংল্যান্ড ও বেলজিয়াম রয়েছে যথাক্রমে চতুর্থ ও পঞ্চম স্থানে। সেরা দশের বাকি পাঁচটি দল হলো ক্রোয়েশিয়া, নেদারল্যান্ডস, ইতালি, পর্তুগাল ও স্পেন।
আগামী ২১ সেপ্টেম্বর পরবর্তী র্যাঙ্কিং প্রকাশ করবে ফিফা।
Comments