মায়ামির হয়ে এবার মেসির জোড়া গোল
যুক্তরাষ্ট্রের ফুটবলে যোগ দিয়েই প্রভাব বিস্তার অব্যাহত রেখেছেন লিওনেল মেসি। অভিষেকে ফ্রি-কিকে গোল পাওয়ার পর আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে এবার জোড়া গোল করে দলকে পাইয়ে দিয়েছেন বড় অয়। তুলেছেন লিগস কাপের নকআউট রাউন্ডে।
গত শুক্রবার মেক্সিকান ক্লাব ক্রুজ আজুলের বিপক্ষে অভিষেকে ম্যাচের ৯৪ মিনিটে গোল পান মেসি। এদিন লিগস কাপে আটলান্টার বিপক্ষে শুরুর একাদশে নামানো হয় তাকে। তাতে ফল মিলেছে বড়। আটলান্টাকে ৪-০ গোলে বিধ্বস্ত করেছে ইন্টার মায়ামি।
এদিনই অবশ্য মেজর সকার লিগের কোন ক্লাবের বিপক্ষে মাঠে নামলেন আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো তারকা। ফিনিশ উইঙ্গার রবার্ট টেইলরের সঙ্গে দারুণ বোঝাপড়ায় দলের সাফল্য এনেছেন এই মহাতারকা।
লিগস কাপে মেজর সকার লিগের দল ছাড়াও অংশ নেয় মেক্সিকোর লিগা এমএক্সের দল। মেসিকে পেয়ে উজ্জীবিত মায়ামি এই আসরের ট্রফি জিততে বেশ আশাবাদী।
এদিন মেসির সঙ্গে শুরুর একাদশে ছিলেন তার সাবেক বার্সা সতীর্থ সার্জিও বুসকেটসও। সেই বুসকেটসের পাস থেকেই বল পেয়ে ৮ মিনিটে প্রথম গোল করেন মেসি। প্রথম দফায় তার শট পোস্টে লিগে ফিরে এলেও ফিরতি শটে জালে জড়ান আর্জেন্টাইন তারকা।
সাত বারের ব্যালন ডি'অর জেতা তারকা ২২ মিনিটে পেয়ে যান নিজের ও দলের দ্বিতীয় গোল। এবার বলের যোগানদাতা টেইলর।
বিরতির খানিক আগে তিন গোলে এগিয়ে যায় মায়ামি। এবার নিজেই গোল করেন টেইলর। মেসির থেকে বল নিয়ে বেঞ্জামিন ক্রেমাসচি বল দেন টেইলর। ৩৬ পেরুনো উইঙ্গার নির্বিঘ্নে জালে জড়ান তা। বিরতির পরও করেন আরেক গোল। এবার মেসির কাছ থেকেই বল পেয়ে দলের চতুর্থ গোল করেন তিনি।
দলের জয় অনেকটা নিশ্চিত থাকায় ৭৭ মিনিটে মাঠ ছেড়ে বেরিয়ে যান এলএমটেন।
Comments