মৌসুমের শুরুতে জেসুসকে পাচ্ছে না আর্সেনাল
নতুন মৌসুম শুরুর আগেই ধাক্কা খেয়েছে গতবারের রানার্সআপ আর্সেনাল। মৌসুমের শুরুতে ব্রাজিলিয়ান তারকা গ্যাব্রিয়েল জেসুসকে পাচ্ছে না তারা। হাঁটুতে অস্ত্রোপচার করানো হয়েছে তার। যে কারণে মৌসুম শুরুতে বেশ কিছু ম্যাচের সময় মাঠের বাইরে থাকতে হবে এই ব্রাজিলিয়ানকে।
মোনাকোর বিপক্ষে বুধবারের প্রাক-মৌসুমের ম্যাচে নির্ধারিত সময়ে ১-১ গোলে শেষ হওয়ার পর টাই-ব্রেকারে ৬- ব্যবধানে জয় তুলে নেয় আর্সেনাল। এই ম্যাচে খেলেননি জেসুস। ম্যাচ শেষে ম্যানেজার মিকেল আরতেতা নিশ্চিত করেছেন একটি 'ছোট প্রক্রিয়ার' পর 'কয়েক সপ্তাহের জন্য' মাঠের বাইরে থাকবেন ২৬ বছর বয়সী এই ফরোয়ার্ড।
জেসুসের হাঁটুর চোটটি অবশ্য পুরনো। গত মৌসুমেও এই চোটে বেশ কিছু ম্যাচ মিস করেছিলেন তিনি। কাতার বিশ্বকাপের মাঝপথে ফিরতে হয়েছিল তাকে। এরপর অস্ত্রোপচারের করিয়ে মাঠের বাইরে থাকতে হয়েছিল তিন মাস। এবার যুক্তরাষ্ট্র সফরে গিয়ে সেই হাঁটুতে অস্বস্তি বোধ করছিলেন। যে কারণে আবারও ছুরি–কাঁচির নিচে যেতে হলো তাকে।
জেসুসের চোট নিয়ে কোচ আরতেতা বলেন, 'দুর্ভাগ্যবশত, আজ সকালে জেসুসের ছোট একটা অস্ত্রোপচার হয়েছে। তার হাঁটুতে কিছুটা অস্বস্তি ছিল, কিছুদিন ধরেই সেটা সমস্যা সৃষ্টি করছিল। এটা খুব বড় কিছু নয়, তবে সে সম্ভবত কয়েক সপ্তাহের জন্য বাইরে থাকবে।'
'এটা আমাদের জন্য বড় ধাক্কা। কারণ, সে তার সেরাটাই পৌঁছেছিল, বিশেষ করে বার্সেলোনার বিপক্ষে সে যেভাবে খেলেছে। সে দারুণ একটা অবস্থায় ছিল, কিন্তু এখনই তাকে হারালাম। আমাদের একটা সিদ্ধান্ত নিতে হতো, সেরা সিদ্ধান্ত হচ্ছে ফুটবলারকে রক্ষা করা। দ্রুতই তাকে পাওয়ার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে,' যোগ করেন আরতেতা।
আগামী রোববারই কমিউনিটি শিল্ডের ম্যাচে ম্যানচেস্টার সিটির বিপক্ষে মুখোমুখি হবে আর্সেনাল। আর ১২ আগস্ট প্রিমিয়ার লিগে প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ নটিংহাম ফরেস্ট।
Comments