৮ মিনিটের ঝড়ে ইতিহাস গড়ে ফাইনালে স্পেন
৮১ মিনিটে সালমা পারাউলের গোলে এগিয়ে গিয়েছিল স্পেন, ৮৮ মিনিটে সেই গোল শোধ দিয়ে দেন সুইডেনের রেবেকা ব্লমকভিস্ট। প্রায় নিশ্চিতভাবে অতিরিক্ত সময়ে ছুটে চলা ম্যাচে ৮৯ মিনিটে আবার গোল দিয়ে দেন স্পেনের ওলগা কারমোনা।
অকল্যান্ডে মঙ্গলবার ফিফা নারী বিশ্বকাপের সেমিফাইনালে সুইডেনকে ২-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো ফাইনালে উঠেছে স্পেন। ২০ অগাস্ট সিডনিতে ফাইনালে অস্ট্রেলিয়া কিংবা ইংল্যান্ডের মুখোমুখি হবে স্প্যানিশরা।
স্পেনের মেয়েদের জন্য এটি অভাবনীয় সাফল্য। এর আগে বিশ্বকাপ মঞ্চে তারা কখনই শেষ ১৬ পেরুতে পারেনি। বিশ্বকাপের আগেও দলটি নিয়ে আশা ছিল কম। শেষ পর্যন্ত দুর্দান্ত এক ছুটে চলায় ফাইনালে নাম লেখালো তারা।
পুরো ম্যাচে বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিল স্পেনই। ৬৩ শতাংশ বল দখলে রেখে গোলমুখে ১৩শট মারে তারা। যার দুটি থেকে এসেছে গোল। অন্যদিকে ৩৭ শতাংশ বল দখলে রাখা পাঁচবারের ফাইনালিস্ট সুইডেন ৬টি শট মেরে তিনটি রাখতে পারে লক্ষ্য। যার একটি থেকে তারা পায় গোল।
Comments