মালদ্বীপের ক্লাবকে হারিয়ে এএফসি কাপের প্লে অফে আবাহনী

বুধবার সিলেট সিলেট জেলা স্টেডিয়ামে এএফসি কাপের বাছাইপর্বের দ্বিতীয় রাউন্ডে আবাহনী জিতেছে ২-১ গোলে
abahani limited

মালদ্বীপের ক্লাব ঈগলসকে হারিয়ে এএফসি কাপের মূল পর্বের আরও কাছে চলে গেছে আবাহনী লিমিটেড। দারুণ জয়ে বাছাইয়ের প্লে অফে উঠল ঐতিহ্যবাহী দল।

বুধবার সিলেট সিলেট জেলা স্টেডিয়ামে এএফসি কাপের বাছাইপর্বের দ্বিতীয় রাউন্ডে আবাহনী জিতেছে ২-১ গোলে। দলের বিদেশি তারকা কর্নেলিয়াস স্টুয়ার্টের গোলে এগিয়ে যাওয়ার পর প্রতিপক্ষকে সমতায় আনেন রিজুভান আহমেদ। শেষ দিনে ব্রাজিলিয়ান ডিফেন্ডার দানিলোর গোলে জয় পায় আকাশী-নীলরা।

খেলার ২১ মিনিটে হেডে গোল করে স্টুয়ার্ট এগিয়ে দেন আবাহনীকে। এই গোল লম্বা সময় ধরে রাখে আবাহনী। বিরতির পর ৬৩ মিনিটে ফ্রি কিক থেকে বল পেয়ে রিজুভান সমতায় ফেরান ঈগলসকে।

এরপর ফের জ্বলে উঠে আবাহনী। ২০১৯ সালে প্রথম বাংলাদেশি ক্লাব হিসেবে এএফসি কাপের আঞ্চলিক সেমি-ফাইনালে যাওয়া আবাহনী জেতার রাস্তায়ও খুঁজে পায়। নির্ধারিত সময়ের মাত্র এক মিনিট আগে কর্নার থেকে হেডে গোল করেন দানিলো।

আগামী ২২ অগাস্ট বাছাইপর্বের প্লে অফে আবাহনীর প্রতিপক্ষ নেপালের মাচ্চিন্দ্রা বা ভারতের  মোহনবাগানের মধ্যকার জয়ী দল।

Comments

The Daily Star  | English
economic challenges for interim government

The steep economic challenges that the interim government faces

It is crucial for the interim government to focus on setting a strong foundation for future changes.

9h ago