স্পেনকে বিশ্বকাপ জেতানোর পর বাবার মৃত্যুর খবর পেলেন কারমোনা

olga carmona

আনন্দ আর যন্ত্রণা ঠিক যেন পর পরই এলো ওলগা কারমোনার জীবনে। দারুণ গোল করে রোববার ফিফা নারী বিশ্বকাপের ফাইনালে স্পেনকে জিতিয়ে আলোচনার কেন্দ্রে ছিলেন তিনি। এই আনন্দের রেশ থাকতেই অস্ট্রেলিয়ায় বসে তিনি জানলেন, পৃথিবী থেকে চলে গেছেন তার বাবা!

রোববার ইংল্যান্ডের বিপক্ষে ফাইনালে ২৯ মিনিটে গোল করেন কারমোনা। তার গোল ধরে রেখেই শেষ পর্যন্ত প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয় স্পেন।

এই উদযাপনের পরই স্পেন ফুটবল ফেডারেশন তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে জানায়, মারা গেছেন কারমোনার বাবা, 'রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছে ওলগা কারমোনার বাবার মৃত্যুর খবর। বিশ্বকাপ ফাইনালের পর এই খবর তিনি জানতে পেরেছেন। ওলগা ও তার পরিবারকে আমরা গভীর সমবেদনা জানাই। আমরা তোমাকে ভালোবাসি, স্পেনের ফুটবলে তুমি ইতিহাস।'

কারমোনার বাবা আসলে মারা গেছেন গত শুক্রবার। ফাইনালের মতো বড় ম্যাচ থাকায় সেই খবর এই ফুটবলারকে জানানো হয়নি। তাকে না জানানোর সিদ্ধান্তটি আসে তার পরিবার থেকেই। পরিবারই চেয়েছিল তিনি যেন ফাইনালে পুরো মনোযোগ দিতে পারেন।

বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিল কারমোনার বাবা। তার অসুস্থতা বিশ্বকাপের সময় বেড়ে গেলে খেলা দেখা ফেলে দেশে ফিরে যান এই ফুটবলারের মা ও ভাইরা।

ফাইনালের মতো সেমিফাইনালেও গোল করেছিলেন এই তারকা। চরম দুঃখের খবর জানার পর বাবার উদ্দেশে প্রকাশ করেন অনুভূতি, 'এই অনন্য অর্জনের শক্তি আমাকে তুমিই দিয়েছ। আজ রাতে আমি আমাকে দেখছ, আমাকে নিয়ে গর্ব করছ। শান্তিতে ঘুমাও বাবা।'

Comments

The Daily Star  | English

Israel stands down alert after Iran missile launch

Israel hits nuclear sites, Iran strikes hospital as conflict escalates

21h ago