চ্যাম্পিয়ন্স লিগ

ভিনিসিয়ুস, বেলিংহামের ঝলকে রিয়ালের দারুণ জয়

Real Madird

নাপোলির মাঠে গিয়ে শুরুতে গোল খেয়ে পিছিয়ে পড়েছিল রিয়াল মাদ্রিদ। তবে দাপট নিয়ে ফিরতেও দেরি করেনি স্প্যানিশ জায়ান্টরা। ভিনিসিয়ুস জুনিয়র, জুড বেলিংহামের দারুণ নৈপুণ্যে ঠিকই জয় আদায় করে নেয় তারা।

মঙ্গলবার রাতে নাপোলির ডিয়েগো ম্যারাডোনা স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স লিগের 'সি' গ্রুপের ম্যাচ রিয়াল জিতে নেয় ৩-২ গোলে। ভিনিসিয়ুস সমতা আনার পর বেলিংহাম এগিয়ে নেন দলকে।

নাপোলি আবার সমতায় ফিরলে বাজিমাত করেন ফেডরিকো ভালবার্দে। তার দূরপাল্লার তীব্র শট প্রতিপক্ষের খেলোয়াড়ের শরীরে লেগে দিক বদল হয়ে জালে জড়ায়।

এদিন খেলার শুরুতে চাপ তৈরি করলেও উল্টো গোল খেয়ে বসে সফরকারীরা। ১৯ মিনিটে সুযোগ সন্ধানী গোল করে নাপোলিকে এগিয়ে নেন লিও অস্ট্রিগার্ড। হকচকিয়ে যাওয়া রিয়াল ৮ মিনিট পরই অবশ্য ম্যাচে ফেরে।

বক্সের ভেতর বেলিংহাম পাস দেন ভিনিসিয়ুসকে। চোট কাটিয়ে ফেরা ব্রাজিলিয়ান তারকা নিখুঁত প্লেসিং শটে বল জালে জড়িয়ে মাতেন উল্লাসে।

এরপর প্রবল চাপ তৈরি করতে থাকে রিয়াল। তাতে ফলও মিলে। ৩৪ মিনিটে একাধিক ফুটবলারকে কাটিয়ে দারুণ এক গোল করে দলকে এগিয়ে নেন বেলিংহাম।

বিরতির পর রিয়ালের বক্সের ভেতর হ্যান্ডবল হলে পেনাল্টি পায় স্বাগতিকরা। তা থেকে পিটর জেলেনেস্কি আনেন সমতা। সমতায় ফিরে একের পর এক আক্রমণ করে রিয়ালকে কাঁপিয়ে দিয়েছিল নাপোলি।

কৃতিত্ব দিতে হয় গোলরক্ষক কেপা আরিজেবালগাকে। নাপোলির একাধিক সুযোগ দেখার মতো ক্ষিপ্রতায় নস্যাৎ করে দেন তিনি।

সমতায় ছুটতে থাকা ম্যাচে ৭৮ মিনিটে মোড় ঘোরান ভালবার্দে। বক্সের বাইরে থেকে নেন তীব্র গতির শট। তা প্রতিপক্ষের খেলোয়াড়ের গায়ে লেগে দিক বদলে আশ্রয় নেয় জালে। এই জয়ে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষেই থাকল চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসের সবচেয়ে সফলতম দলটি।  

Comments

The Daily Star  | English

How Dhaka’s rickshaw pullers bear a hidden health toll

At dawn, when Dhaka is just beginning to stir, thousands of rickshaw pullers set off on their daily grind.

19h ago