কেন গোল পাচ্ছেন না এমবাপে?

টানা চার ম্যাচে কোনো গোল নেই কিলিয়ান এমবাপের। নেই কোনো অ্যাসিস্টও। এমনকি দলে তেমন কোনো অবদানও রাখতে পারছেন না কিলিয়ান এমবাপে। তাতেই নানা আলোচনা-সমালোচনা শুরু হয়ে গেছে তাকে নিয়ে। কেন ছন্দহীনতায় ভুগছেন এই ফরাসি তরুণ। ফুটবল বিশ্ব এখন এই আলোচনাতেই সরব।
চলতি মৌসুমে তিন সেরা তারকা খেলোয়াড়কে হারিয়েছে পিএসজি। এরমধ্যে রয়েছে তর্কসাপেক্ষে সর্ব কালের সেরা লিওনেল মেসি। চুক্তির মেয়াদ ফুরানোয় ক্লাব ছেড়েছেন এই আর্জেন্টাইন। ক্লাব ছেড়ে দিয়েছেন সময়ের আরেক সেরা তারকা নেইমারও। নেই মাঝমাঠের অভিজ্ঞ সেনানী মার্কো ভেরাত্তিও।
পিএসজি এবার এই তিন তারকার অভাবটাই টের পাচ্ছে বলে মনে করেন ১৯৯৮ সালের বিশ্বকাপ জয়ী তারকা বিক্সেন্তে লিজারাজু, 'প্যারিসিয়ানদের এক মিডফিল্ডারের সঙ্গে আরেক মিডফিল্ডার এবং আক্রমণভাগের মধ্যে যোগসূত্র তৈরি করার সৃজনশীলতার অভাব রয়েছে। এটা খুব ভালোভাবে কাজ করছে না।'
'আমি মাঝমাঠে সৃজনশীলতার অভাবের কথা বলছি - তিনজন খুব সৃজনশীল খেলোয়াড়কে তারা হারিয়েছে। এর কোনো বিকল্প ছিল না। তাই হয়তো তাকে উদ্বুদ্ধ করার প্রয়োজনীয়তা অনুভব করছেন। তার প্রথম গুণটি এখনও ফিনিশিং। সেখানেই সে পারদর্শী। এই স্তরে পিএসজি এই অভাব পূরণ করতে হবে,' যোগ করেন লিজারাজু।
এমবাপের ছন্দহীনতার কারণ জানতে চাওয়া হয় সতীর্থ উসমান দেম্বেলের কাছেও। রেনের বিপক্ষে ৩-১ গোলের জয়ের পর এই ফরাসি বলেছেন, 'কিলিয়ান? আমি মনে করি সে এই ম্যাচে ক্লান্ত ছিল। আমরা প্রতি তিন দিনে একটি ম্যাচ খেলি। এটিই হয়তো কিছুটা ভারী পড়েছে। কিন্তু না, ও হতাশ না। ও দ্রুত গোল করবে।'
Comments