মোরসালিনের জরিমানা, ভিন্ন মেয়াদে নিষিদ্ধ তপু-জিকো

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে অনির্দিষ্টকালের জন্য দেশের পাঁচ তারকা ফুটবলারকে নিষিদ্ধ করেছিল বসুন্ধরা কিংস। তবে তদন্ত কমিটির জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানের পর নতুন করে সিদ্ধান্ত জানিয়েছে তারা। তাতে নিষেধাজ্ঞা উঠেছে শেখ মোরসালিন ও রিমন হোসেনের। তবে বিভিন্ন মেয়াদে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে অপর তিন খেলোয়াড়কে।
নিষেধাজ্ঞা উঠলেও বড় অঙ্কের জরিমানা গুনতে হবে মোরসালিন ও রিমনকে। মোরসালিনকে এক লাখ ও রিমনকে তিন লাখ টাকা জরিমানা করার কথা জানিয়েছে বসুন্ধরা কিংস। ডিফেন্ডার তপু বর্মণকে আগামী ৩১ ডিসেম্বর, ২০২৩ পর্যন্ত সাময়িক বরখাস্ত করেছে ক্লাবটি। এবং একই সঙ্গে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে তাকে।
গোলরক্ষক আনিসুর রহমান জিকোকে নিষিদ্ধ করা হয়েছে ৩১ মার্চ, ২০২৪ পর্যন্ত। সবচেয়ে বড় শাস্তিটা পেয়েছেন তৌহিদুল আলম সবুজ। চলতি ২০২৩-২৪ মৌসুমের শেষ পর্যন্ত নিষেধাজ্ঞা করা হয়েছে তাকে। তদন্ত কমিটির তদন্ত ও সাক্ষাৎকারের ভিত্তিতে এই শাস্তি দিয়েছেন বলে জানিয়েছে বসুন্ধরার কর্মকর্তারা।
মালদ্বীপের মাজিয়া এসআরসির বিপক্ষে এএফসি কাপের লড়াইয়ে হেরে যাওয়ার পর দণ্ডিত ফুটবলাররা বাড়ি ফেরার পথে ৬০ বোতল অ্যালকোহল নিয়ে এসেছিলেন বলে জানা গেছে।
উল্লেখ্য, গত ১৯ সেপ্টেম্বরে মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশনের বিপক্ষে এএফসি কাপের ম্যাচ খেলে মালদ্বীপ থেকে বাড়ি ফেরার পথে বিমানবন্দরে এই পাঁচ খেলোয়াড়ের কাছ থেকে ৬৪ বোতল মদ পাওয়া যায়। যে কারণে অনির্দিষ্টকালের জন্য তাদের নিষিদ্ধ করে বসুন্ধরা।
Comments