চোট ও ক্লাসিকো নিয়ে কোনো অজুহাত নেই বার্সেলোনার

দলের এক ঝাঁক তারকা খেলোয়াড় রয়েছেন ইনজুরিতে। তার উপর সামনে এল ক্লাসিকোর মতো গুরুত্বপূর্ণ ম্যাচ। তাই চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ খেলতে মাঠে নামার আগে এ সব কিছু নিয়ে ভাবতেই হচ্ছে বার্সেলোনাকে। তবে এসব অজুহাত হিসেবে দাঁড় করাতে চান না দলের প্রধান কোচ জাভি হার্নান্দেজ।

আজ বুধবার বাংলাদেশ সময় রাত পৌনে ১১টায় চ্যাম্পিয়ন্স লিগে 'এইচ' গ্রুপের ম্যাচে শাখতার দোনেৎস্কের মুখোমুখি হবে বার্সেলোনা। এরপর আগামী শনিবার লা লিগার ম্যাচে ঘরের মাঠে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে লড়বে দলটি। লিগে বর্তমানে তৃতীয় স্থানে আছে তারা। যদিও শীর্ষে থাকা রিয়ালের সঙ্গে তাদের পয়েন্টের ব্যবধান মাত্র ১। তবে শীর্ষে ফিরতে রিয়ালের বিপক্ষে জয়ের বিকল্প নেই তাদের।

তাই শাখতারের মুখোমুখি হওয়ার আগে নানা ভাবনাই কাজ করছে জাভির মনে। তবে আপাতত চ্যাম্পিয়ন্স লিগ নিয়েই ভাবতে চান তিনি, 'লক্ষ্য পূরণের জন্য শাখতারের বিপক্ষে ৩ পয়েন্ট পাওয়া গুরুত্বপূর্ণ। চ্যাম্পিয়ন্স লিগ ক্লাবগুলোর জন্য সবচেয়ে বড় টুর্নামেন্ট এবং নয় পয়েন্টের মধ্যে নয় পাওয়া আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।'

'রিয়াল মাদ্রিদের বিপক্ষে শনিবারের ম্যাচ থেকে আমার কারো মনোযোগ সরানোর প্রয়োজন নেই কারণ চ্যাম্পিয়ন্স লিগই আপনাকে মনোযোগী করে তুলবে এবং আরও সক্রিয় রাখবে…শাখতার ডাইনামিক দল, শক্তিশালী এবং আমি মনে করি তারা আমাদের সমস্যায় ফেলতে পারে। আমাদের মনোযোগ হারালে চলবে না,' যোগ করেন জাভি।

এদিকে রবার্ট লেভানদোভস্কি, জুলস কুন্দে, ফ্র্যাংকি ডি ইয়ং, পেদ্রি এবং সের্জি রোবার্তোর মতো তারকা খেলোয়াড়রা চোটের কারণে মাঠের বাইরে রয়েছে। তাই না চাইলেও তাদের নিয়ে ভাবতেই হচ্ছে তাকে। যদিও কয়েকজনের চোট সেরে ওঠার পথে। তারপরও ঠিক সময়ে কতোটুকু খেলার মতো ফিট থাকবেন তা নিয়ে সংশয় থাকছেই।

কিন্তু গুরুত্বপূর্ণ ম্যাচের আগে এই সমস্যাকে অজুহাত হিসেবে দাঁড় করাতে চান না বার্সা কোচ, 'আমি আশাবাদী যে, এদের মধ্যে কেউ কেউ শনিবার (রিয়ালের বিপক্ষে) খেলবে। পেদ্রি ফিরছে যেমনটা আমরা ভেবেছিলাম। তার যেমন অনুভব করার কথা, তেমনই অনুভব করছে।'

'একজন খেলোয়াড় হিসেবে আপনি দিন দিন সেটাই করছেন। আমরা (চোটে পড়া) এড়ানোর চেষ্টা করতে চাই তাই আমাদের সাবধানে চলতে হবে। আমাদের অনেক খেলোয়াড় বাইরে রয়েছে, কিন্তু এগুলো কোনো অজুহাত নয়। দল লড়াই করতে, ভালো ফুটবল খেলতে এবং জিততে পারে। আমাদের খেলার ধরন মোটেই বদলাবে না,' যোগ করেন বার্সা কোচ।  

Comments

The Daily Star  | English
Unhealthy election controversy must be resolved

Unhealthy election controversy must be resolved

Just as the fundamental reforms are necessary for the country, so is an elected government.

3h ago