জয় প্রাপ্য ছিল না বার্সার, স্বীকারোক্তি জাভির

এল ক্লাসিকো ম্যাচের হারের ধাক্কা সামলে না উঠতেই আরেকটি হোঁচট প্রায় খেয়ে ফেলেছিল বার্সেলোনা। শেষ মুহূর্তে এসে দলকে উদ্ধার করেছেন রনালদ আরাহো। তবে এ জয়ে নিজেদের ভাগ্যবান মনে করছেন বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজ। জয় পাওয়ার মতো তার দল খেলতে পারেনি বলে মনে করেন এই স্প্যানিশ কোচ।
রিয়াল সোসিয়েদাদের মাঠে শনিবার রাতে লা লিগার ম্যাচে ১-০ গোলে জিতেছে বার্সেলোনা। কাতালানরা জিতলেও ম্যাচের অধিকাংশ সময় দাপট দেখিয়েছে স্বাগতিকরাই। গোলরক্ষক মার্ক আন্ড্রে-টের স্টেগেন দারুণ কিছু সেভ না দিলে গোল হজম করতেও পারতো বার্সা। তবে ম্যাচের যোগ করা সময়ে বদলে যায় চিত্র। ইকাই গুন্দোগানের ক্রসে আরাহোর হেডে রক্ষা পায় দলটি।
এমন জয়ে নিজেদের ভাগ্যবান মনে করছেন জাভি, 'তিনটি গোল্ডেন পয়েন্ট, এর অনেক মূল্য আছে। এটা আমাদের চালিয়ে যাওয়ার মনোবল এবং আত্মবিশ্বাস দেবে। রিয়াল (সোসিয়েদাদ) আরও ভালো ভাগ্যের দাবিদার। আমাদের সৎ এবং আত্ম-সমালোচক হতে হবে। তারা আমাদের অনেক ধাক্কা দিয়েছে। আমরা ভালো না হয়েও একটি ম্যাচ জিতেছি। (রিয়াল) মাদ্রিদের বিপক্ষে আমাদের এই ভাগ্য ছিল না।'
গত সপ্তাহে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ঘরের মাঠে ২-১ গোলের ব্যবধানে হারে বার্সেলোনা। অথচ প্রথমার্ধেই অন্তত তিন থেকে চারটি গোল পেতে পারতো তারা। তিনবার তো বারপোস্ট বাধা হয়ে দাঁড়ায়। পুরো ম্যাচে দাপট দেখিয়ে জুড বেলিংহ্যামের কাছে হারে দলটি। সেই ম্যাচে আবার ভাগ্যের কারণেই হেরেছেন বলে মনে করেন বার্সা কোচ।
'আজকে আমাদের খেলার বিষয়ে আত্ম-সমালোচক হতে হবে। গত সপ্তাহে নয়, সেখানে আমরা জয়ের যোগ্য ছিলাম। আজ আজ আমাদের প্রাপ্য ছিল না কিন্তু আমরা জিতেছি। খুব খারাপভাবে, তীব্রতা ছাড়াই। আমাদের তীব্রতা না থাকলে আমরা প্রতিদ্বন্দ্বিতা করতে পারি না, কিন্তু বিশ্বাস এবং সাহসের মাধ্যমে আমরা একটি গুরুত্বপূর্ণ জয় অর্জন করেছি,' বলেন জাভি।
Comments