বাংলাদেশ দলে ফিরেছেন মোরসালিন

Sheikh Morsalin
গোলের পর মোরসালিন। ফাইল ছবি

অনাকাঙ্ক্ষিত কাণ্ডে বিভিন্ন মেয়াদে শাস্তি পেয়েছিলেন দেশের চার ফুটবলার। তাদের মধ্যে তিনজন এখনও ব্রাত্য থাকলেও ফিরেছেন শেখ মোরসালিন। এই তরুণ এই ফরোয়ার্ডকে ২০২৬ বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচের জন্য ঘোষিত প্রাথমিক দলে ক্যাম্পে ডাক দিয়েছেন কোচ হাভিয়ের কাবরেরা।

রোববার অস্ট্রেলিয়া ও লেবাননের বিপক্ষে আসন্ন বিশ্বকাপ বাছাই পর্বের জন্য ৩০ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আগামী ১১ নভেম্বর ভোরে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে উড়ে যাওয়ার আগে আজ প্রস্তুতি ক্যাম্প শুরু করবে বাংলাদেশ। বসুন্ধরা কিংসের খেলোয়াড়রা ৭ নভেম্বর মোহনবাগানের বিপক্ষে এএফসি কাপের ম্যাচ শেষে ক্যাম্পে যোগ দেবেন।

৩০ সদস্যের প্রাথমিক দলে চমক হিসেবে রয়েছেন সেন্ট্রাল মিডফিল্ডার চন্দন রায়। এর আগে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছিলেন চন্দন। স্বাধীনতা কাপে শেখ রাসেলের হয়ে তার দুর্দান্ত পারফরম্যান্সের কারণে ডাক পেয়েছেন। এছাড়া সেন্টার ব্যাক রিয়াদুল হাসান এবং উইঙ্গার রহিম উদ্দিনকেও ডাকা হয়েছে।

বাংলাদেশের প্রাথমিক দল: মিতুল মারমা, মেহেদী হাসান শ্রাবণ, পাপ্পু হোসেন, মাহফুজুল হাসান প্রিতম, বিশ্বনাথ ঘোষ, হাসান মুরাদ, কাজী তারিক রায়হান, রহমত মিয়া, আলমগীর মোল্লা, ইসা ফয়সাল, শাকিল হোসেন, সাদউদ্দিন, রিয়াদুল হাসান, সোহেল রানা, শেখ মোরসালিন, মোহাম্মদ হৃদয়, সোহেল রানা, মজিবুর রহমান জনি, রবিউল হাসান, চন্দন রায়, জামাল ভূঁইয়া, জায়েদ আহমেদ, রাকিব হোসেন, সুমন রেজা, রহিম উদ্দিন, ফয়সাল আহমেদ ফাহিম, দীপক রায়, আরমান ফয়সাল আকাশ, রফিকুল ইসলাম ও মোহাম্মদ ইব্রাহিম।

Comments