দুই ব্রাজিলিয়ানের গোলে পিছিয়ে পড়েও জিতল বসুন্ধরা

মোহনবাগান সুপারজায়ান্টসের মাঠে দুই দফা পিছিয়ে পড়ে ড্র নিয়ে ফিরেছিল বাংলাদেশের শীর্ষ ক্লাব বসুন্ধরা কিংস। ঘরের মাঠেও প্রায় চিত্র ছিল শুরুতে। আবারও প্রথম দিকে এগিয়ে যায় মোহনবাগান। তবে এরপর দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে এবার জয় আদায় করে নিয়েছে বাংলাদেশ লিগের চ্যাম্পিয়নরা।
মঙ্গলবার কিংস অ্যারেনায় এএফসি কাপের 'ডি' গ্রুপের ম্যাচে মোহনবাগান সুপারজায়ান্টসকে ২-১ গোলের ব্যবধানে হারিয়েছে বসুন্ধরা কিংস। বসুন্ধরা কিংসের হয়ে গোল দুটি করেছেন দুই ব্রাজিলিয়ান তারকা রবসন রবিনহো ও মিগেল ফেরেইরা। মোহনবাগানের হয়ে গোলটি করেছেন লিস্টন কোলাসো।
প্রথম লেগে মোহনবাগানের মাঠ থেকে ২-২ ড্র করে ফিরেছিল অস্কার ব্রুজনের দল। এই জয়ে চার ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে কিংস। সমান ম্যাচে সমান পয়েন্ট হলেও মুখোমুখি লড়াইয়ে পিছিয়ে পড়ায় দ্বিতীয় স্থানে নেমে গেছে মোহনবাগান।
এদিন ম্যাচের শুরু থেকেই আক্রমণ পাল্টা আক্রমণে খেলতে থাকে দুই দল। সপ্তম মিনিটে গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণের ভুলে গোল প্রায় হজম করতে বসেছিল স্বাগতিকরা। তবে শেষ মুহূর্তে বিশ্বনাথ ঘোষের ক্লিয়ার করায় সে যাত্রা বেঁচে যায় দলটি।
ত্রয়োদশ মিনিটে রবিনহোর শট অল্পের জন্য পোস্ট ঘেঁষে লক্ষ্যভ্রষ্ট হয়। এর চার মিনিট পর পিছিয়ে পড়ে কিংস। বাঁ প্রান্ত থেকে জেসন কামিংস বাড়ানো বল ফিস্ট করে ঠিকভাবে ক্লিয়ার করতে পারেননি বসুন্ধরা গোলরক্ষক। ফাঁকায় বল পেয়ে নিখুঁত শটে জালে পাঠান কোলাসো।
২১তম মিনিটে দোরিয়েলতনের শট লক্ষ্যভ্রষ্ট না হলে এগিয়ে যেতে পারতো বসুন্ধরা। ১০ মিনিট পর মিগেল ফিগেইরার শট লক্ষ্যে থাকেনি। ৪৪তম মিনিটে ম্যাচে ফেরে দলটি। দিদিয়েরের পাস পেয়ে দারুণ শটে লক্ষ্যভেদ করেন ফেরেইরা।
৫১তম মিনিটে রবিনহোর শট পোস্টে লেগে ফিরে না আসলে এগিয়ে যেতে পারতো বসুন্ধরা। সাত মিনিট পর তার আরও একটি চেষ্টা শট অল্পের জন্য যায় পোস্টের বাইরে। ৮০তম মিনিটে কাঙ্ক্ষিত গোলটি পায় বাংলাদেশ চ্যাম্পিয়নরা। দোরিয়েলতনের কাছ থেকে বল পেয়ে দারুণ শটে জাল খুঁজে নেন রবিনহো।
আগামী ২৭ নভেম্বর নিজেদের পরবর্তী ম্যাচে মালদ্বীপের ক্লাব মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাবের মুখোমুখি হবে বসুন্ধরা। প্রথম লেগে তাদের মাঠে ৩-১ গোলে হেরেছিল ব্রুজনের দল।
Comments