মানসিক সমস্যার কারণে হেরেছে বার্সেলোনা!

টানা দুটি আসরে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্ব থেকে বিদায়। খেলতে হয়েছিল ইউরোপা লিগ। এবার ভিন্ন কিছুর ইঙ্গিত দিচ্ছিল বার্সেলোনা। প্রথম তিন ম্যাচ জিতে ভালো অবস্থানে ছিল দলটি। কিন্তু আগের দিন তারা হেরে যায় শাখতার দোনেৎস্কের কাছে। তাতে ফের ছিটকে যাওয়ার শঙ্কায় ব্লুগ্রানারা। তবে মানসিক সমস্যার কারণেই তারা হেরেছে বলে জানিয়েছেন বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজ।
মঙ্গলবার রাতে শাখতারের মাঠে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ১-০ গোলে হেরেছে বার্সেলোনা। ঘরের মাঠে দুই দলের প্রথম লেগের ম্যাচে ২-১ গোলে জিতেছিল কাতালানরা। এদিন প্রতিপক্ষ শিবিরে তেমন কোনো জোরালো আক্রমণই করতে পারেনি দলটি। রক্ষণও জমাট ছিল না। ৪০তম মিনিটে দানিলো সিকানের গোলে হারতে হয় তাদের।
এল ক্লাসিকোতে হারের পর রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে কোনোমতে জয় পেয়েছিল বার্সেলোনা। কিন্তু আগের দিন আবার হারের বৃত্তে। সাম্প্রতিক সময়ে এটাই তাদের সবচেয়ে বাজে ম্যাচ জানিয়ে বার্সা কোচ বলেন, 'কৌশলগতভাবে গত দুই বছরের মধ্যে সবচেয়ে বাজে খেলা খেলেছি। এটি অনুপযুক্ত মুহূর্ত ছিল। আমাদের অবশ্যই আত্ম-সমালোচনামূলক হতে হবে। আমাদের আত্মবিশ্বাসের ঘাটতি রয়েছে এবং মানসিক সমস্যা রয়েছে। তবে আমাদের ঘুরে দাঁড়াতে হবে। ম্যাচে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করছি না।'
পরিকল্পনার সঠিক বাস্তবায়ন করতে না পারার কারণেই এমনটা হয়েছে বলে জানান এই কোচ, 'আমরা ভালো খেলা খেলিনি। পরিকল্পনা মতো কিছুই হয়নি। চ্যাম্পিয়ন্স লিগ সর্বোচ্চ স্তরের ফুটবল দাবি করে কিন্তু আমরা তা করতে পারিনি। আমরা রাগান্বিত। আমরা শুধু হারিনি এবং আমরা ব্যর্থ হয়েছি। এটা আমাদের পক্ষ থেকে একটি বড় ব্যর্থতা।'
অবশ্য প্রথমার্ধের তুলনায় দ্বিতীয়ার্ধে কিছু সুযোগ তৈরি করেছিল বার্সা। কিন্তু কাজের কাজটি করতে পারেনি দলটি। সবমিলিয়ে তাই হতাশ জাভি, 'আমি তীব্রতার অভাব বলব না কিন্তু বাজে খেলেছি। আমরা বুঝতে পারিনি আমাদের কী প্রয়োজন ছিল। আমরা ভালো আক্রমণ করিনি। রক্ষণও ভালো করিনি এবং ভুলগুলোর চড়া মূল্য দিতে হয়েছে। দ্বিতীয়ার্ধে মনোভাব ও তীব্রতা ছিল কিন্তু আমরা গোল করতে পারিনি। ছেলেদের পুনরুদ্ধার করতে হবে। এটা লজ্জাজনক।'
Comments