ফুটবলের চেয়ে টেনিস বেশি মনে হয়েছে: এনরিকে

সানসিরোতে শুরু থেকেই আক্রমণ আর পাল্টা আক্রমণ। একবার মিলান তো পরেরবার পিএসজি। মাঝমাঠে ধরে খেলছিল না কোনো দলই। বল পেলেই আক্রমণ। নিস্তারই পাচ্ছিলেন না দুই গোলরক্ষক। এমনটা দেখে ফুটবলের চেয়ে ম্যাচটিকে টেনিস খেলা বলে মনে হয়েছে পিএসজির স্প্যানিশ কোচ লুইস এনরিকের।

তবে শেষ পর্যন্ত ঘরের মাঠে জয় ছিনিয়ে নিয়েছে এসি মিলান। আসরের অন্যতম ফেভারিট পিএসজিকে তারা হারিয়েছে ২-১ গোলের ব্যবধানে। অথচ শুরুতে স্ক্রিনিয়ারের গোলে পিছিয়ে পড়েছিল তারাই। পরে রাফায়েল লিয়াওর জাদুকরী বাইসাইকেল কিকে সমতা ফেরানোর পর অলিভার জিরুদের লক্ষ্যভেদে জয় তুলে নেয় স্বাগতিকরা।

আর পিএসজির এই হারে জমে উঠছে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ অব ডেথের লড়াই। চতুর্থ রাউন্ড শেষে অবস্থা এমন যে কোনো দলই উঠতে পারে নকআউট পর্বে। ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বরুশিয়া ডর্টমুন্ড। পিএসজির পয়েন্ট ৬। আর প্যারিসের ক্লাবটির চেয়ে এক পয়েন্ট কম অর্থাৎ ৫ পয়েন্ট মিলানের। চার নম্বরে থাকা নিউক্যাসলের সংগ্রহ ৪ পয়েন্ট।  

তবে সমর্থকরা ম্যাচটি দারুণ উপভোগ করলেও করতে পারেননি এনরিকে, 'আমরা যেভাবে খেলেছিলাম তা আমার পছন্দ ছিল, কারণ আমরা প্রথম গোল করেছি এবং আরও অনেক সুযোগ পেয়েছি। একমাত্র সমস্যা হল যে আমরা খেলাটিকে পাগলাটে হতে সাহায্য করেছি। এটি একটি ফুটবল ম্যাচ, কিন্তু তার চেয়ে বেশি মনে হয়েছে টেনিস। এই প্রান্ত থেকে ওই প্রান্ত, আক্রমণের বিরুদ্ধে আক্রমণ। আমি এটা একদম পছন্দ করিনি।'

এদিন দুই দলের গোলরক্ষকই দারুণ কিছু সেভ না করলে ম্যাচের ফলাফল ভিন্নও হতে পারতো। তবে নিজেদের ফরোয়ার্ডদের ব্যর্থতায় হতাশ পিএসজি কোচ, 'কিলিয়ান এমবাপে দুই বা তিনবার গোল করার মতো পরিষ্কার সুযোগ পেয়েছিল, উসমানে দেম্বেলেও পেয়েছিল। লিড নেওয়ার পর, মিলান রক্ষণভাগে ঝাঁপিয়ে পড়ে এবং এটি খুব কঠিন হয়ে যায়। তবে বেশ ভারসাম্যপূর্ণ ম্যাচ ছিল। আমি দুটি মোটামুটি একই দল দেখেছি। আমি শুরু থেকে নিয়ন্ত্রণ করতে পছন্দ করি, তবে এটা এই প্রান্ত থেকে ওই প্রান্তেই ছিল।'

Comments

The Daily Star  | English

Former CEC ATM Shamsul Huda passes away at 83

As CEC, Huda oversaw the ninth parliamentary elections in 2008

18m ago