উরুগুয়ের বিপক্ষে শুরুর একাদশে থাকছেন না দি মারিয়া!

চোটের কারণে আর্জেন্টিনার হয়ে শেষ দুই ম্যাচে খেলতে পারেননি আনহেল দি মারিয়া। তবে সুস্থ হয়ে ফিরেছেন স্কোয়াডে। ফিরলেও প্রথম একাদশে থাকা নিশ্চিত নয় বেনফিকার এই ফরোয়ার্ডের। তার পরিবর্তে নিকোলাস গঞ্জালেসের উপরই আস্থা রাখতে পারেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি।
ঘরের মাঠে বাংলাদেশ সময় আগামীকাল ভোরে উরুগুয়ের বিপক্ষে নামছে আর্জেন্টিনা। ক্রীড়াভিত্তিক আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদন অনুযায়ী, এই ম্যাচে সবশেষ পেরুর বিপক্ষে খেলা আর্জেন্টাইন একাদশকেই দেখা যেতে পারে। তবে শুরুর একাদশে না থাকলেও কিছু মিনিটের জন্য মাঠে দেখা যেতে পারে দি মারিয়াকে।
সেক্ষেত্রে ৪-৩-৩ ফর্মেশনে গোলবারে থাকছেন এমিলিয়ানো মার্তিনেজ। সেন্টারব্যাক হিসেবে থাকছেন ক্রিস্তিয়ান রোমেরো ও নিকোলাস ওতামেন্দি জুটি। ফুলব্যাক হিসেবে নাহুয়েল মোলিনার সঙ্গে থাকছেন নিকোলাস তাগলিয়াফিকো। মাঝমাঠে রদ্রিগো দি পলের সঙ্গে প্রিমিয়ার লিগের দুই মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ ও অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্তারেই আস্থা রাখছেন স্কালোনি।
আক্রমণভাগে যথারীতি মধ্যমণি লিওনেল মেসি। তার সঙ্গে ক্লাব ফুটবলে দারুণ ছন্দে থাকা লাউতারো মার্তিনেজকে একাদশে নেওয়ার ব্যাপারে ভাবছেন স্কালোনি। তবে শেষ পর্যন্ত ম্যানচেস্টার সিটি ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজকে নিয়েই বাজী ধরতে পারেন আর্জেন্টাইন কোচ। আর লেফট উইঙ্গার হিসেবে সাম্প্রতিক সময়ে দারুণ পারফরম্যান্স করা নিকোলাস গঞ্জালেজ রয়েছেন এগিয়ে।
উরুগুয়ের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ:
এমিলিয়ানো মার্তিনেজ; নাহুয়েল মোলিনা, ক্রিস্তিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, নিকোলাস তাগলিয়াফিকো; রদ্রিগো দি পল, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্তার; নিকোলাস গঞ্জালেজ, লিওনেল মেসি এবং হুলিয়ান আলভারেজ।
Comments