ইউরো নিশ্চিত করল ইতালি

ইউরো কাপের বর্তমান চ্যাম্পিয়ন ইতালি আসছে আসরের খেলার টিকেট নিশ্চিত করেছে। বাছাইপর্বের ম্যাচে ইউক্রেনের বিপক্ষে গোলশূন্য ড্রয়ের পর ইউরো খেলা নিশ্চিত হয়ে গেছে তাদের।
ইতালির সঙ্গে চেক প্রজাতন্ত্র ও স্লোভেনিয়াও নিশ্চিত করেছে ইউরো চ্যাম্পিয়নশিপ। জার্মানির লেভারকুসেনে অনুষ্ঠিত ম্যাচটিতে স্রেফ ড্র করলেই চলত ইতালির। হারলে আগামী মার্চে প্লে-অফের অপেক্ষায় থাকতে হতো। ইতালিয়ানরা ড্র করেই সেরেছে কাজ।
২০১৮ ও ২০২২ বিশ্বকাপ খেলতে না পারা ইতালি ইউরো কাপ খেলা নিয়ে যাতে কোন সংশয় তৈরি না হয় সেজন্য বাড়তি সতর্ক ছিলো তারা।
'সি' গ্রুপ থেকে আগেই ইউরোর মূলপর্ব নিশ্চিত করেছিল ইংল্যান্ড। দ্বিতীয় দল হিসেবে লড়াইয়ে ছিল ইতালি ও ইউক্রেন। দুই দলের পয়েন্ট সমান হলেও গোল ব্যবধানে এগিয়ে থাকায় ইতালি পেয়ে যায় টিকেট।
ইউরোর টিকেট পাওয়ার পর দলের হয়ে উচ্ছ্বসিত প্রতিক্রিয়া জানিয়েছেন গোলরক্ষক জিয়ানলুইজি ডোনারুমা, 'আমরা খুবই আনন্দিত। যাবতীয় কঠিন পরিস্থিতি পেরিয়ে আমরা অবশেষে ইউরো নিশ্চিত করেছি।'
ইতালির সঙ্গে জিততে না পারায় ইউক্রেনকে ইউরো নিশ্চিত করতে খেলতে হবে প্লে অফ।
Comments