লক্ষ্য ছিল শতভাগেরও বেশি দেওয়ার: মোরসালিন

লেবাননের বিপক্ষে দারুণ খেলেও এক পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে বাংলাদেশকে। তবে এই এক পয়েন্ট এনে দেওয়ার মূল কৃতিত্বই তরুণ ফরোয়ার্ড শেখ মোরসালিনের। তার দুর্দান্ত এক গোলে সমতায় ফেরে তারা। অথচ কিছু দিন আগে অনাকাঙ্ক্ষিত এক ঘটনায় নিষেধাজ্ঞায় পড়েছিলেন তিনি। তাই স্বাভাবিকভাবেই এই ম্যাচে কিছুটা চাপে ছিলেন এই তরুণ।

এছাড়া আলাদা চাপ ছিল পুরো বাংলাদেশের উপরই। ঠিক আগের ম্যাচটাতেই অস্ট্রেলিয়ায় বিধ্বস্ত হয় তারা। সাত গোলের মালা পড়ায় সকারুরা। এমন অবস্থা থেকে সপ্তাহ না ঘুরতেই আরেক শক্তিশালী দল লেবাননের বিপক্ষে ম্যাচ। ঘুরেফিরেই আসছিল সেই ম্যাচের স্মৃতি। সেখান থেকে উতরে উঠতে দারুণ কিছু করতে হতো বাংলাদেশকে। এরজন্য নিজেদের সামর্থ্যের চেয়েও বেশি দেওয়ার প্রত্যয় নিয়েই মাঠে নামেন লাল-সবুজের প্রতিনিধিরা।

ম্যাচ শেষে তা স্বীকারও করে নিয়েছেন বাংলাদেশের ওয়ান্ডার বয় মোরসালিন, 'দুটি ম্যাচে ছিলাম না, আমার লক্ষ্য ছিল যখনই সুযোগ পাব, শতভাগ দেওয়ার চেষ্টা করব। আজকে এমন পরিস্থিতি হিয়ে গিয়েছিল যে শতভাগেও (হচ্ছিল না), সবার লক্ষ্য ছিল শতভাগের চেয়ে বেশি দেবার। তারপরও কিছু ভুল হয়েছে, পরবর্তীতে চেষ্টা করব যাতে না হয়।'

মাঝে দুটি ম্যাচ না খেললেও দুর্দান্ত গোলে ফেরাটা রাঙালেন মোরসালিন। তাতে বেশ উচ্ছ্বসিত এই তরুণ, 'সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ্‌। একটা গোল হয়েছে। আসলে আমার লক্ষ্য ড্র ছিল না, জিততে চেয়েছিলাম। ড্র হয়ে গেছে একটা পয়েন্ট এসেছে। আমার লক্ষ্য আমাদের পরবর্তী ম্যাচগুলো সুন্দর ভাবে ওভারকাম করা, আমাদের দলের সবার এফোর্ট ছিল খুবই ভালো। যে কারণে আমরা ওভারকাম করেছি।'

মঙ্গলবার সন্ধ্যায় কিংস অ্যারেনায় ফিফা বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে লেবাননের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে বাংলাদেশ। তবে পুরো ম্যাচে দাপট ছিল জামাল ভুঁইয়াদেরই। অথচ ফিফা র‍্যাঙ্কিংয়ে ৭৯ ধাপ এগিয়ে লেবানন। ৬৭তম মিনিটে হুট করেই রক্ষণভাগের ভুলে পিছিয়ে পড়ে বাংলাদেশ। সমতায় ফিরতে খুব বেশি সময় নেয়নি তারা। পাঁচ মিনিট পরই দুর্দান্ত এক গোলে সমতা ফেরান মোরসালিন।

এদিন মূল একাদশের দুই ফুটবলারকেও পায়নি বাংলাদেশ। নিষেধাজ্ঞার জন্য এই ম্যাচে খেলতে পারেননি রাকিব হোসেন ও সাদউদ্দিন। তাদের অনুপুস্থিতিতে বাড়তি চ্যালেঞ্জের মুখে ছিলেন বলে জানান মোরসালিন, 'রাকিব ভাই আমাদের দলের ভাইটাল খেলোয়াড়, হলুদ কার্ডের জন্য দলে ছিলেন না। অবশ্যই আমাদের উপর একটু চাপ ছিল। আমরা চেষ্টা করেছি সুন্দরভাবে ওভারকাম করে ভালো একটা ফলাফল করতে পারি। একটা পয়েন্ট পেয়েছি।'

Comments

The Daily Star  | English
BNP will not tolerate extortionists and grabbers

BNP won’t tolerate extortionists, land grabbers: Rizvi

Attempts are being made to create chaos in the society in the name of "mob culture", says the BNP leader

1h ago