সমর্থকদের মারামারিতে ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি

ম্যাচ শুরুর সমস্ত প্রস্তুতির পর মাঠে প্রবেশ করে দুই দল। তবে নির্ধারিত সময় অনুসারে কিক-অফের আগেই থমকে যায় সব। গ্যালারিতে তুমুল মারামারিতে জড়িয়ে পড়েন দুই দলের সমর্থকরা। এক পর্যায়ে, সতীর্থদের নিয়ে মাঠ ছেড়ে বেরিয়ে যান আর্জেন্টিনা দলনেতা লিওনেল মেসি। পুলিশ পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে ৩০ মিনিট পর শুরু হয় খেলা।
বিখ্যাত মারাকানা স্টেডিয়ামে বুধবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় শুরু হওয়ার কথা ছিল ব্রাজিল-আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাই পর্বের লড়াই। কিন্তু অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে নির্ধারিত সময়ে খেলা শুরু করা যায়নি।

দুই দলের সমর্থকরা গ্যালারিতে তুমুল মারামারিতে লিপ্ত হলে মাঠ ছেড়ে বেরিয়ে যান মেসি ও তার দলের বাকিরা। স্বাগতিক ব্রাজিল দলের খেলোয়াড়রা অপেক্ষা করতে থাকেন মাঠে। বিপুল সংখ্যক পুলিশ এসে কয়েক দফার চেষ্টায় নিয়ন্ত্রণ নেয় গোলমেলে পরিস্থিতি।
২৫ মিনিট পর ড্রেসিং রুম থেকে মাঠে ফেরেন মেসিরা। আর নির্ধারিত সময়ের ঠিক আধঘণ্টা পর শুরু হয় খেলা।
বিশ্ব ফুটবলে ব্রাজিল-আর্জেন্টিনা দুই প্রধান প্রতিদ্বন্দ্বী। দক্ষিণ আমেরিকা অঞ্চলের প্রতিবেশী দেশ দুটির মধ্যে ফুটবল নিয়ে বিরোধ বরাবরই চরমে। গত বিশ্বকাপ জেতার পর এবারই প্রথম ব্রাজিলের মুখোমুখি হলো আর্জেন্টিনা।
বাছাই পর্বে নিজেদের সর্বশেষ ম্যাচে হেরেছে দুই দলই। তবে হারলেও টেবিলের শীর্ষে আছে আর্জেন্টিনা। নিজেদের ইতিহাসে বাছাই পর্বে প্রথমবারের মতো টানা দুই হারে বাছাই পর্বে আপাতত পাঁচে অবস্থান পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের।
Comments