গুঞ্জন: স্কালোনির উপর নজর রিয়াল মাদ্রিদের

হঠাৎ করেই আর্জেন্টিনার দায়িত্ব ছাড়ার ইঙ্গিত দিয়েছেন কোচ লিওনেল স্কালোনি। তাতে নড়েচড়ে বসেছে অনেক নামীদামী ক্লাব। আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো এই কোচকে নিজেদের ডাগআউটে পেতে চায় তারা। এ তালিকায় রয়েছে রিয়াল মাদ্রিদে মতো ক্লাবও। এমন সংবাদই প্রকাশ করেছে স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্ত।

চলতি মৌসুম শেষেই রিয়াল মাদ্রিদের দায়িত্ব ছাড়তে যাচ্ছেন কার্লো আনচেলত্তি। আলবিসেলেস্তেদের দায়িত্ব ছাড়ার পর ব্রাজিলের কোচ হওয়ার কথা রয়েছে তার। গত জুলাইয়ে বিষয়টি জানিয়েছেন ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন (সিবিএফ) প্রেসিডেন্ট এদনালদো রদ্রিগেজ। তাই তার জায়গায় একজন ভালো মানের কোচ খুঁজছে ক্লাবটি।

স্পোর্তের সংবাদ অনুসারে, আনচেলত্তির সম্ভাব্য বিদায়ের কারণে রিয়ালের রাডারে রয়েছেন স্কালোনি। এরমধ্যেই সময়ের অন্যতম সেরা এই কোচকে বার্নাব্যুতে আনার জন্য নিজেদের মধ্যে আলোচনা চালিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। তবে অনেক দিন থেকেই রিয়ালের পরবর্তী কোচ হিসেবে ব্রাইটনের কোচ রবার্তো ডি জারবি এবং লিভারকুসেনের কোচ জাবি আলোনসোর নাম উঠছে জোরেশোরে। তাদের সঙ্গে রয়েছে যুব দলের কোচ রাউল এবং আলভারো আরবেলোর নামও।

কাতার বিশ্বকাপ শেষ হওয়ার কিছু দিন পর আর্জেন্টিনার সঙ্গে চুক্তি নবায়ন করেছিলেন স্কালোনি। ২০২৬ বিশকাপ পর্যন্ত দায়িত্বে থাকার কথা তার। কিন্তু হঠাৎই সিদ্ধান্ত নতুন করে ভাবার কথা বলেন এই কোচ, 'আমি অনেক চিন্তা করেছি, আমি কী করতে চাই। এটা বিদায় না বা অন্য কিছু না। মানটা অনেক উঁচুতে উঠে গেছে এবং চালিয়ে যাওয়া এখন খুব কঠিন। এই জাতীয় দলের এমন একজন কোচ দরকার, যার সব রকম শক্তি আছে।'

হঠাৎ করে কেন এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছেন স্কালোনি তা অবশ্য খোলাসা করেননি। জানা গেছে, দলে আর্জেন্টাইন ফুটবল ফেডারেশনের (এএফএ) প্রধান ক্লাদিও তাপিয়ার অতিরিক্ত হস্তক্ষেপের কারণে এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছেন তিনি। এছাড়া তার বেতন-ভাতা বাড়ানোর কথা থাকলেও আদতে তা করেনি এএফএ।  

Comments

The Daily Star  | English

JnU second campus: Project stalled amid bureaucratic hurdles

The construction of Jagannath University’s long-awaited second campus in Keraniganj has stalled due to bureaucratic delays.

5h ago