কোপা আমেরিকা শেষে অবসরে যাবেন দি মারিয়া

বিশ্বকাপ শেষেই বুট জোড়া তুলে রাখার কথা ছিল দি মারিয়ার। কিন্তু সতীর্থ ও টিম ম্যানেজমেন্টের অনুরোধে তখন অবসরে যাওয়া হয়নি তার। তবে কোপা আমেরিকার পর ফুটবলের মায়া ছাড়বেন বলে জানান এই আর্জেন্টাইন তারকা।
২০২৪ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে পরবর্তী কোপা আমেরিকার আসর। এই আসরেই দি মারিয়ার শেষ জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে লিখেছেন, 'কোপা আমেরিকা হবে আর্জেন্টিনার জার্সিতে আমার শেষ টুর্নামেন্ট। হৃদয়ের গভীরের কষ্ট ও বিষাদ কণ্ঠে আমি আমার জীবনের সবচেয়ে সুন্দর জিনিসটাকে বিদায় জানাব। যেটি আমি পরেছিলাম, যেটির জন্য ঘাম ঝরিয়েছিলাম এবং গর্বের সঙ্গে আমি যেটি অনুভব করি।'
৩৬ বছর পর আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতাতে কাতারে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন দি মারিয়া। ফাইনালে দারুণ একটি গোল করেন তিনি। আর্জেন্টিনার সবশেষ কোপা আমেরিকা জয়েও ফাইনালে ব্রাজিলের বিপক্ষে একমাত্র গোলটি করেন তিনি। ফিনালিশিমাতেও গোল পেয়েছেন তিনি। শুধু আর্জেন্টিনার এই তিন শিরোপা জয়েই নয়, ২০০৮ সালে আর্জেন্টিনার অলিম্পিক পদক জয়ের ফাইনালেও গোল ছিল তার।
যে কারণে অনেকেই লিওনেল মেসি, দিয়েগো ম্যারাডোনা ও মারিও কেম্পেসদের সঙ্গে তুলনা করেন দি মারিয়াকে। ২০০৮ সালে বিশ্বকাপ বাছাই পর্বে প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আর্জেন্টিনার জার্সিতে অভিষেক হয় তার। এরপর আর্জেন্টিনার জার্সি গায়ে খেলেছেন মোট ১৩২টি ম্যাচ। তাতে ২৯ গোল করেছেন এই তারকা।
Comments