ফের বার্সার জার্সি পরতে পারেন মেসি, খেলতে পারেন রোনালদোর বিপক্ষে

বার্সেলোনার ১২৫তম বার্ষিকী উদযাপনের জন্য একটি বিশেষ প্রীতি ম্যাচ আয়োজন করতে যাচ্ছে ক্লাবটি। যেখানে সাবেক রিয়াল মাদ্রিদ তারকা ক্রিস্তিয়ানো রোনালদো সহ বিশ্বের নামীদামী অনেক তারকা ফুটবলারদের আমন্ত্রণ জানানো হতে পারে। সেই ম্যাচ দিয়ে ক্যাম্প ন্যুতে ফিরে আসতে পারেন লিওনেল মেসি।

আর্থিক টানাপোড়নের কারণে ২০২১ সালে মেসিকে ছেড়ে দেয় বার্সেলোনা। এরপর ফরাসি ক্লাব পিএসজিতে যোগ দেন আর্জেন্টাইন অধিনায়ক। দুই বছর সেখানে কাটানোর পর অবশ্য চলতি মৌসুমে কাতালান ক্লাবটিতে ফেরার গুঞ্জন চড়া ছিল তার। তবে সব গুঞ্জন উড়িয়ে মেজর সকার লিগের ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দেন তিনি।

মায়ামিতে যোগ দেওয়ার পর থেকেই মেসিকে বিদায় দেওয়ার জন্য একটি বিশেষ ম্যাচ আয়োজনের কথা জানিয়েছিল ফুটবল ক্লাব বার্সেলোনা। সেটা এই ম্যাচ দিয়েই হতে পারে বলে মনে করছেন ফুটবল বিশেষজ্ঞরা। ফলে মেসিকে আবারও বার্সেলোনার জার্সিতে দেখতে পারেন ভক্ত-সমর্থকরা। তবে এই ম্যাচের জন্য নূন্যতম ২৫০ ইউরো খরচ করতে হবে তাদের।

ফুটবল ভিত্তিক ওয়েবসাইট গোল এবং ফুটবল ট্রান্সফারের সংবাদ অনুসারে, 'সর্বকালের সর্বশ্রেষ্ঠ শ্রদ্ধাঞ্জলি ম্যাচ' আগামী বছরের ২৯ নভেম্বর অনুষ্ঠিত হতে পারে। যা বার্সেলোনার ১২৫তম বার্ষিকীর সঙ্গে মিলে যাবে। বিশেষ অনুষ্ঠানের জন্য, সক্রিয় এবং অবসরপ্রাপ্ত অনেক ফুটবল গ্রেটদের আমন্ত্রণ জানানো হবে বলে ধারণা করা হচ্ছে।

মেসি ছাড়াও এই আমন্ত্রণ জানানো হতে পারে রোনালদিনহো, দাভিদ ভিয়া, রিভালদো, রোমারিও, চেক ফ্যাব্রেগাস, লুইস এনরিকে এবং রোনালদো নাজারিওর মতো সাবেক তারকাদের। একই সঙ্গে বেশ কিছু রিয়াল মাদ্রিদ কিংবদন্তীকেও এই ম্যাচে অংশ নিতে আমন্ত্রণ জানানো হবে। ক্রিস্তিয়ানো রোনালদো আল-নাসর থেকে ছুটি পেলে অংশ নিতে রাজি হবেন বলে আশা করা হচ্ছে।

সার্জিও রামোস, জিনেদিন জিদান, গ্যারেথ বেল এবং এমনকি ইন্টার মায়ামিতে মেসির বর্তমান বস ডেভিড বেকহ্যামকেও এই ম্যাচে খেলার ডাকা হবে। তালিকায় আছে জ্লাতান ইব্রাহিমোভিচ, স্টিভেন জেরার্ড, জন টেরি, দিয়েগো সিমিওনে, ফ্রাঙ্ক ল্যাম্পার্ড এবং ফার্নান্দো তরেসের মতো তারকারাও।

Comments

The Daily Star  | English

Workers, parties oppose handover of Ctg container terminal to foreign operator

Constructed at a cost of Tk 2,000 crore, the terminal was completed by the Chittagong Port Authority in 2007

26m ago