তাপিয়ার সঙ্গে কথা হয় না স্কালোনির, যাবেন না কোপা আমেরিকার ড্রতেও

আর্জেন্টিনার জাতীয় দলে লিওনেল স্কালোনির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা বেড়েই যাচ্ছে। আগামী মাসে অনুষ্ঠিতব্য ২০২৪ কোপা আমেরিকার ড্রয়ের অনুষ্ঠানে অংশ নিতে মার্কিন যুক্তরাষ্ট্রে ভ্রমণ করবেন না তিনি। একই কথা প্রযোজ্য দুই সহকারী কোচ পাবলো আইমার এবং ওয়াল্টার স্যামুয়েলের ক্ষেত্রেও।

মারাকানায় ব্রাজিলের বিপক্ষে ১-০ গোলে ম্যাচ জয়ের পর আর্জেন্টিনার কোচের পদের দায়িত্ব ছাড়ার ইঙ্গিত দেন স্কালোনি। আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, তখন থেকে এখন পর্যন্ত আর্জেন্টাইন ফুটবল ফেডারেশনের (এএফএ) প্রেসিডেন্ট ক্লাদিও তাপিয়ার সঙ্গে কোনো ধরণের কথা হয়নি তার।

সংবাদমাধ্যমটি তাদের অন্য একটি প্রতিবেদনে জানিয়েছে, মূলত তাপিয়ার সঙ্গে রেষারেষিতেই কোচের পদ ছাড়তে চাইছেন স্কালোনি। বর্তমানে সর্বক্ষেত্রে খবরদারি করছেন এএফএ প্রেসিডেন্ট। যে কারণে পরিকল্পনা সাজানো কঠিন হয়ে যায় স্কালোনির। ধারণা করা হচ্ছে নিজেকে লাইমলাইটে আনতে তাদের কাজে হস্তক্ষেপ শুরু করেছেন তাপিয়া।

তবে ঝামেলাটা আরও বাড়ে উরুগুয়ে বিপক্ষে ম্যাচ হারার পর। ড্রেসিংরুমে স্কালোনির সঙ্গে তর্কাতর্কিতে জড়ান তাপিয়া। কোচের কাঁধে সব দায় চাপিয়ে দেওয়ার চেষ্টা করেন তিনি। তখন কিছু না সরাসরি কিছু না বললেও ব্রাজিল ম্যাচের পর কোচের চেয়ার ছাড়ার ইঙ্গিত দেন স্কালোনি।

এদিকে আগামী ৭ ডিসেম্বর আগামী কোপা আমেরিকার ড্র অনুষ্ঠিত হবে। সে অনুষ্ঠানে স্কালোনি ও তার সহকারীরা যাবেন না বলেই জানিয়েছে টিওয়াইসি স্পোর্টস। যদিও কনমেবল ইভেন্টটি এখনও দুই সপ্তাহ বাকি। এরমধ্যে স্কালোনির সিদ্ধান্ত পরিবর্তনও হতে পারে। কিন্তু তেমন কোনো পরিস্থিতি দেখছেন না বলেই জানিয়েছে সংবাদমাধ্যমটি।

কনমেবলের ড্র অনুষ্ঠানে বাধ্যতামূলক ভিত্তিতে প্রতিটি সদস্য দেশের ফেডারেশনের কোচ এবং নেতাদের উপস্থিত থাকতে হবে। যেমনটা হয়েছিল কাতার ২০২২ বিশ্বকাপেও। তাহলে চ্যাম্পিয়নদের প্রতিনিধিত্ব করবেন কে? প্রফেসর লুইস মার্টিন বর্তমান কোচিং স্টাফের একমাত্র সদস্য অংশগ্রহণ করবেন বলে ধারণা করা হচ্ছে।

বর্তমানে পরিবারের সঙ্গে পুজাতোতে অবস্থান করছেন স্কালোনি। জানা গেছে, দেশে কয়েকদিন থাকবেন এবং এরপর রওনা দিবেন স্পেনের উদ্দেশ্যে। সেখানে রিয়াল মাদ্রিদের পরবর্তী কোচ হওয়ার জন্য ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবেন বলে ধারণা করা হচ্ছে।  

Comments

The Daily Star  | English

After Jamaat, NCP urges chief adviser to act against Jatiya Party

JP helped Awami League 'legalise last three illegal elections', it says

9m ago