খরা কাটিয়ে চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে বার্সেলোনা

শুরুতে পিছিয়ে গেল বার্সেলোনা। পরে দলকে খেলায় ফিরিয়ে জয়ও পাইয়ে দিলেন জোয়াও ক্যানসেলো, জোয়াও ফেলিক্সরা। শুরুতে পিছিয়ে গেল বার্সেলোনা। পরে দলকে খেলায় ফিরিয়ে জয়ও পাইয়ে দিলেন জোয়াও ক্যানসেলো, জোয়াও ফেলিক্সরা।
মঙ্গলবার রাতে বার্সেলোনার মাঠে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচটিতে হয়েছে তুমুল লড়াই। তাতে পোর্তোকে ২-১ গোলে হারিয়েছে বার্সা। ৩০ মিনিটে পিছিয়ে যাওয়ার পর পরই দলকে খেলায় ফেরান ক্যানসেলো। বিরতির পর জয়সূচক গোল আসে ফেলিক্সের কাছ থেকে। গত দুই আসর গ্রুপ পর্ব পার হতে না পারা ঐতিহ্যবাহী স্প্যানিশ ক্লাবটি অবশেষে পা রাখল নকআউট রাউন্ডে।
এদিন খেলার শুরু থেকেই আগ্রাসী ফুটবল খেলতে থাকে বার্সা। তাতে তৈরি হচ্ছিল একের পর এক সুযোগ। যদিও সেসব কাজে লাগাতে ব্যর্থ হচ্ছিলেন ফেলিক্স, রাফিনিহারা। খেলার ধারার বিপরীতে ৩০ মিনিটে গোল পেয়ে যায় পোর্তো। তেমেরির শট ডিফেন্ডারের পায়ে লেগে দিল বদলে আসে গালেনোর কাছে। তার শট ঝাঁপিয়ে ঠেকাতে গিয়েপ পুরো পারেননি পেনা। ফাঁকায় পেয়ে পেপে আকুইনো বল জড়িয়ে দেন জালে।
দুই মিনিট পরই এই গোল শোধ দিয়ে দেয় বার্সেলোনা। পেদ্রির পাস থেকে বল পেয়ে ক্যানসেলো বক্সে ঢুকে জোরালো শটে সমতা আনেন।
বিরতির পর এগিয়ে যেতে মরিয়া বার্সেলোনা দেরি করেনি। ৫৭ মিনিটে আরেক পর্তুগিজ তারকা ফেলিক্স এনে দেন জয়সূচক গোল।
বক্সের বাইরে থেকে নিজেই সুযোগ বানিয়ে বা দিকে ক্যানসেলোকে পাস দিয়ে ঢুকে যান বক্সে। ফিরতে বল পেয়ে দৃষ্টিনন্দন টোকায় গোল পেয়ে আনন্দে ভাসেন পর্তুগিজ তরুণ।
Comments