নাপোলিকে হারিয়ে রিয়ালের টানা পঞ্চম জয়
কিছু বুঝে উঠার আগে শুরুতেই এগিয়ে গেল নাপোলি। তবে রিয়াল মাদ্রিদও খেলায় ফিরতে আর এগিয়ে যেতে সময় নিল না। নাপোলি হাল না ছাড়ার ঝাঁজ দেখালেও সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়ালের আক্রমণের তোড় আর পরে সামলাতে পারল না।
বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে নিজেদের মাঠে ৪-২ গোলে জিতেছে স্প্যানিশ জায়ান্টরা। টানা পঞ্চম ম্যাচ জিতে 'সি' গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করল চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসের সফলতম দল।
নবম মিনিটে ডান প্রান্ত দিয়ে বক্সের মধ্যে বল ফেলেছিলেন জিওভান্নি দি লরেন্সো। সেই বল টোকা মেরে জালের দিকে পাঠান জিওভানি সিমিওয়ে। রিয়াল গোলরক্ষক ঝাঁপিয়ে ঠেকালেও পেরিয়ে যায় গোললাইন।
দুই মিনিট পরই রদ্রিগোর ঝলক। মাঝমাঠ থেকে বল ন্যে ছুটে যাওয়া ব্রাহিম দিয়াজের কাছ থেকে পাস ধরেই দারুণ জোরালো শটে খুঁজে নেন জালের ঠিকানা।
খানিক পরই এগিয়ে যায় কার্লো আনচেলেত্তির দল। ২২ মিনিটে প্রায় মাঝমাঠ থেকে বক্সে উঁচু বল পাঠান দাভিদ আলাভা। জুড বেলিংহাম ছুটে গিয়ে হেডে পেয়ে যান গোল।
বিরতির পরই আবার খেলায় ফেরে ইতালিয়ান ক্লাব। জাম্বো আনগিসা ডান প্রান্ত দিয়ে বক্সে কাট করতে গিয়েছিলেন, ডিফেন্ডারের শরীরে লেগে প্রতিহত হয়ে আবার তার পায়ে আসে বল। তিনি কোনাকুনি শটে জড়িয়ে দেন জালে।
গোল খেয়ে একের পর এক আক্রমণ করতে থাকে রিয়াল। এই দফায় এগিয়ে যেতে লাগে কিছুটা সময়। ৮৪ মিনিটে বক্সের অনেকটা দূর থেকে বাম পায়ের শটে দলকে এগিয়ে নেন নিকো পাজ। যোগ করা সময়ে বক্সের ভেতর বেলিংহামের পাস ধরে দলের হয়ে চতুর্থ গোল করেন হুসেলু। এই জয়ে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকল রিয়াল।
Comments