ইন্টারে চুক্তির মেয়াদ বাড়াচ্ছেন লাউতারো!
ইন্টার মিলানের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াতে যাচ্ছেন আর্জেন্টাইন তারকা ফরোয়ার্ড লাউতারো মার্তিনেজ। এরমধ্যেই দুই পক্ষের মধ্যে সব ধরণের আলোচনা চূড়ান্ত হয়ে গেছে বলে জানিয়েছে ইতালিয়ান সংবাদমাধ্যম লা গাজেত্তা দেল্লো স্পোর্ত। ২০২৪ সালের শুরুতেই ঘোষণা আসতে পারে বলে জানায় সংবাদমাধ্যমটি।
গাজেত্তার প্রতিবেদন অনুযায়ী, নতুন চুক্তিতে অন্তত ২০২৮ সাল পর্যন্ত ইন্টারেই খেলবেন লাউতারো। এরমধ্যেই মৌখিক আলোচনা চূড়ান্ত। গত কয়েক সপ্তাহ ধরে নেরাজ্জুরির পরিচালকদের সঙ্গে স্ট্রাইকারের এজেন্টের আলোচনা শেষে একটি চুক্তিতে পৌঁছানোর পথে রয়েছে উভয় পক্ষ।
নতুন চুক্তিতে প্রতি মৌসুমে সাত মিলিয়ন ইউরো বেতন পাবেন লাউতারো। তাতে ক্লাবের সর্বোচ্চ উপার্জনকারী হয়ে উঠবেন এই ফরোয়ার্ড। গাজেত্তার সংবাদ অনুযায়ী, আগামী ৬ জানুয়ারীর মধ্যে লাউতারোর চুক্তির মেয়াদ বাড়ানোর ঘোষণা দিতে আত্মবিশ্বাসী ইন্টার।
সম্প্রতি লাউতারো এজেন্ট আলেহান্দ্রো ক্যামানো বলেছেন যে তার ক্লায়েন্ট ইন্টারে 'আজীবনের জন্য' থাকতে পারেন। যদিও প্রায় প্রতি মৌসুমেই লাউতারো ক্লাব ছাড়ার গুঞ্জন উঠে আসে। তবে ইউরোপে এখনও ইন্টারের হয়েই খেলে চলেছেন এই ফরোয়ার্ড।
২০১৮ সালে আর্জেন্টিনার রেসিং ক্লাব থেকে ইন্টারে যোগ দেন লাউতারো। প্রথম মৌসুম থেকেই জ্বলে ওঠেন। চলতি মৌসুমে তো রয়েছে দুর্দান্ত ছন্দে। সব প্রতিযোগিতা মিলিয়ে ১৯ ম্যাচে করে ফেলেছেন ১৫টি গোল। পাশাপাশি তিনটি গোলও করিয়েছেন। সবমিলিয়ে ক্লাবটির হয়ে ১৮৭ ম্যাচে গোল করেছেন ১১৭টি।
Comments