আফ্রিকার বর্ষসেরা খেলোয়াড় ওসিমেন
জাতীয় দল ও ক্লাবের হয়ে সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ছন্দে রয়েছে ভিক্টর ওসিমেন। তার পুরস্কারও পেলেন নাপোলির এই নাইজেরিয়ান ফরোয়ার্ড। ২০২৩ সালের আফ্রিকা মহাদেশের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন তিনি।
সোমবার মরক্কোতে আয়োজিত এক অনুষ্ঠানে ওসিমেনের নাম ঘোষণা করে আফ্রিকান ফুটবল ফেডারেশন (সিএএফ)। এই পুরস্কার পাওয়ার পথে হারিয়েছেন পিএসজির মরক্কান রাইটব্যাক আশরাফ হাকিমি এবং লিভারপুলের মিশরীয় ফরোয়ার্ড মোহামেদ সালাহকে।
গত মৌসুমে সিরিআয় ৩২ ম্যাচে ২৬ গোল করে ৩৩ বছর পর নাপোলির লিগ শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ওসিমেন। নাইজেরিয়াকে আফ্রিকান নেশন্স কাপের মূল পর্বে তুলতে বাছাই পর্বে চার ম্যাচে করেন ৫টি গোল।
আফ্রিকার সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতে ওসিমেন বলেছেন, 'এটা স্বপ্ন সত্যি হওয়ার মতো। নাইজেরিয়ানদের সমর্থনের জন্য তাদের ধন্যবাদ জানাই। আফ্রিকাকে ধন্যবাদ জানাই, আমার ভুলত্রুটি থাকার পরও মর্যাদাপূর্ণ স্বীকৃতি দেওয়ার জন্য, উৎসাহ দেওয়া ও পাশে থাকার জন্য।'
নারীদের বিভাগেও আফ্রিকা মহাদেশের বর্ষসেরার খেতাব জিতেছেন নাইজেরিয়ার আসিসাত অসোয়ালা। টানা ষষ্ঠবারের মতো এই পুরস্কার জিতলেন এই বার্সেলোনা ফরোয়ার্ড। গত মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে কাতালান ক্লাবটির হয়ে সর্বোচ্চ ২৭ গোল করেন তিনি।
গত বিশ্বকাপে প্রথম আফ্রিকান ও আরব দেশ হিসেবে সেমিফাইনালে খেলেছিল মরক্কো। সেই দলের কোচ ওয়ালিদ রেগ্রাগুই হয়েছেন বর্ষসেরা আফ্রিকান কোচ। আর সেমিফাইনালে তোলার পেছনে বড় ভূমিকা রাখা গোলরক্ষক ইয়াসিন বুনু পেয়েছেন আফ্রিকার সেরা গোলকিপারের পুরস্কার।
Comments