ব্রাজিলিয়ান কিংবদন্তি মারিও জাগালো আর নেই
খেলোয়াড় ও কোচ দুই ভূমিকাতেই ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জেতা কিংবদন্তি মারিও জাগালো আর নেই। শনিবার ৯২ বছর বয়েসে মারা গেছেন তিনি। তার অফিসিয়াল ইন্সটাগ্রাম পাতায় এই মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।
১৯৫৮ সালে ব্রাজিলের প্রথম বিশ্বকাপ জয়ী দলে ছিলেন জাগালো। এই লেফট উইঙ্গার ফাইনালে গোলও করে, পেলের গোলে অ্যাসিষ্ট তার পা থেকে। ১৯৬২ বিশ্বকাপ জয়ী দলেও খেলেছেন জাগালো।
১৯৭০ সালে কোচের ভূমিকায় নেমেও পান সাফল্য। পেলেদের কোচ হয়ে জেতেন বিশ্বকাপ। তিনিই প্রথম ব্যক্তি যিনি কিনা খেলোয়াড় কোচ দুই ভূমিকায় জেতেন বিশ্বকাপ।
১৯৭০ সালের পর শিরোপা খরায় ভুগতে থাকা ব্রাজিল ১৯৯৪ সালে তাকে সহকারি কোচ করে। সেই বিশ্বকাপও জেতে ব্রাজিল।
২০০৬ সাল পর্যন্ত ব্রাজিল জাতীয় দলের হয়ে কাজ করতে দেখা গেছে। সেবার টেকনিক্যাল অ্যাসিস্টেন্ট হিসেবে কাজ করেন তিনি।
বিপুল অভিজ্ঞতা, দারুণ সব অর্জনের কারণে ১৯৯২ সালে তাকে 'ফিফা অর্ডার অব মেরিট' সম্মাননায় ভূষিত করে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
গত কয়েক বছরে বিভিন্ন টিভিতে বিশেষজ্ঞ মত দিতে দেখা যেত জাগালোকে। সৃষ্টিশীল এই ফুটবলার এবার নিলেন চিরবিদায়।
Comments