তবুও বার্সেলোনাকে লড়াইয়ে দেখছেন আনচেলত্তি
মৌসুমের মাঝ পথে এসে লা লিগায় শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে ৭ পয়েন্টের ব্যবধানে পিছিয়ে পড়েছে বার্সেলোনা। সবচেয়ে বড় কথা সাম্প্রতিক সময়ে ক্রমেই বাড়ছে এই ব্যবধান। সব প্রতিযোগিতা মিলে শেষ ছয় ম্যাচে তিনটি হার। কিন্তু তাতে কোনো সমস্যা দেখছেন না রিয়াল কোচ কার্লো আনচেলত্তি। কাতালানরা লড়াই করছে বলেই মত তার।
শনিবার কোপা দেল রের ম্যাচে আরানদিনার মাঠে ৩-১ ব্যবধানে জয় তুলে নেওয়ার পর বার্সেলোনা প্রসঙ্গে বলেন, 'আমার মনে হয়, বার্সা ভালো করছে। তারা লা লিগা, চ্যাম্পিয়নস লিগ, সুপার কাপ ও কোপা দেল রের জন্য লড়াই করছে। অন্যদের বিশ্লেষণ করা আমি পছন্দ করি না। কিন্তু তারা সব কটি শিরোপার জন্য লড়াই করছে।'
এদিন আরানদিনাকে হারিয়ে কোপা দেল রের শেষ ষোলোয় উঠেছে রিয়াল মাদ্রিদ। টনি ক্রুস, অহেলিয়া চুয়ামেনি ও ভিনিসিউস জুনিয়রকে ছাড়াই স্কোয়াডে সাজান আনচেলত্তি। আর রদ্রিগো, জুড বেলিংহ্যাম, লুকা মদ্রিচ, দানি কারবাহাল, আন্টোনিও রুডিগারকে স্কোয়াডে রাখলেও প্রথম একাদশে রাখেননি। তাদের ছাড়া অবশ্য তেমন কোনো সমস্যা হয়নি দলটির।
প্রথমার্ধে আধিপত্য নিয়ে খেললেও কোনো গোল আদায় করতে পারেনি রিয়াল। ৫৪তম মিনিটে স্পটকিক থেকে গোল দায়া করে নেন হোসেলু। ডি-বক্সে দিয়াজ ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। পরের মিনিটেই ব্যবধানে দ্বিগুণ করেন দিয়াজ।
ম্যাচের যোগ করা সময়ের প্রথম মিনিটে দিয়াজের পাস থেকে ব্যবধান আরও বাড়ান বদলি খেলোয়াড় রদ্রিগো। এর দুই মিনিট পর রালি কার্বালের শট ঠেকাতে গিয়ে নিজেদের জালে বল পাঠিয়ে দেন রিয়াল ডিফেন্ডার নাচো।
ম্যাচে নিজেদের পারফ্রম্যান্স নিয়ে আনচেলত্তি বলেন, 'এটা কঠিন ছিল না, এটাই আমাদের কাজ। তারা নিজেদের খেলাটা খেলার চেষ্টা করেছে। প্রথমার্ধে তারা বেশি সুযোগ পেয়েছে। দ্বিতীয়ার্ধে শারীরিকভাবে তারা শক্তি হারিয়েছে।'
Comments