কোপা আমেরিকা পর্যন্ত আর্জেন্টিনার কোচ থাকছেন স্কালোনি!
আর্জেন্টিনার কোচ হিসেবে আর থাকতে চান না, এমন আভাস দিয়েছিলেন বিশ্বকাপ জেতানো কোচ লিওনেল স্কালোনি। তবে দেশটির গণমাধ্যমের খবর, আসছে কোপা আমেরিকা পর্যন্ত দায়িত্বে থাকছেন তিনি।
আর্জেন্টিনার ফুটবল ফেডারেশন (এএফএ)'র সভাপতি ক্লাদিও তাপিয়ার সঙ্গে দেখা করেন স্কালোনি। চীনে জাতীয় দলের আসন্ন প্রীতি ম্যাচ সামনে রেখে হয় আলাপ। তাতে আগামী জুন-জুলাইতে যুক্তরাষ্ট্রে হতে যাওয়া মহাদেশীয় আসর পর্যন্ত পাওয়ার কথা চূড়ান্ত হয়।
এমন খবর দিয়ে টিওয়াই স্পোর্টস জানিয়েছে, 'লিওনেল স্কালোনি কোপা আমেরিকা পর্যন্ত আর্জেন্টিনার প্রধান কোচ থাকবেন। কয়েকদিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে তা জানা যাবে।'
গত নভেম্বরে ব্রাজিলের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বে ম্যাচ জেতার পর স্কালোনি বলেছিলেন, 'এটা (কোচ) চালিয়ে যাওয়া জটিল, জেতার মধ্যে থাকা জটিল।'
২০১৮ সালের কোচের দায়িত্ব নিয়ে আর্জেন্টিনাকে ২০২১ সালে কোপা আমেরিকা ও ২০২২ সালে বিশ্বকাপ জেতান স্কালোনি।
Comments