হ্যামস্ট্রিংয়ের চোটে মিশরের পরের দুই ম্যাচে নেই সালাহ
আফ্রিকান নেশন্স কাপে ঘানার বিপক্ষে খেলতে গিয়ে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন মোহামেদ সালাহ। যে কারণে গ্রুপ পর্বের শেষ ম্যাচ তো বটেই শেষ ষোলোর ম্যাচও খেলতে পারবেন না লিভারপুলের এই ফরোয়ার্ড। যা নিঃসন্দেহে বড় ধাক্কা তার দল মিশরের জন্য।
আগামী সোমবার আফ্রিকান নেশন্স কাপে 'বি' গ্রুপে নিজেদের শেষ ম্যাচে কেপ ভার্দের বিপক্ষে খেলবে মিশর। আগের দুই ম্যাচ ড্র করায় এই ম্যাচে জয়ের বিকল্প নেই তাদের। কিন্তু গুরুত্বপূর্ণ এই ম্যাচটি মিস করবেন সালাহ। ম্যাচটি জিতে যদি মিশর যোগ্যতা অর্জন করে তাহলে শেষ ষোলোর ম্যাচেও খেলতে পারবেন না তিনি। তবে কোয়ার্টার ফাইনালে উঠতে পারলে খেলতে পারবেন এই ফরোয়ার্ড।
সালাহর ইনজুরি নিয়ে এক বিবৃতিতে মিশরীয় ফুটবল অ্যাসোসিয়েশন বলেছে, 'মিশর জাতীয় দলের অধিনায়ক মোহামেদ সালাহর পরীক্ষায় প্রমাণিত হয়েছে যে তিনি হ্যামস্ট্রিং ইনজুরিতে ভুগছেন এবং আফকনে দলের পরবর্তী দুটি ম্যাচ মিস করবেন।'
তবে সালাহর চোটের ধরন নিয়ে এখনও বিস্তারিত কিছু জানেন না বলেই জানান লিভারপুল কোচ ক্লপ, 'আমরা এখনও জানি না সমস্যাটা কী। আশা করছি, যেন বড় কিছু না হয়। এখনই কোনো কিছু বলা আগাম হয়ে যায়। আমি মনে করি, এটা ভয়ঙ্কর কিছু নয়, দেখা যাক।'
'এ সম্পর্কে আমরা কিছুই জানি না। আমি গত রাতে তার সঙ্গে কথা বলেছিলাম। তারা (মিশর দলের চিকিৎসকরা) এখন আরও পর্যালোচনা করছে, তারপর আমরা বিস্তারিত জানতে পারব। আমরা জানি, মো (সালাহ) খুব কম সময়ই মাঠ ছেড়ে যায় বা তাকে যেতে হয়। তাই অবশ্যই কিছু একটা হয়েছে, কিন্তু আমার কাছে এখন আর কোনো তথ্য নেই,' যোগ করেন ক্লপ।
Comments