সৌদি আরবে অসন্তুষ্ট রোনালদোর সতীর্থ
এইতো দুদিন আগেই সৌদি প্রো লিগ ছেড়ে আয়াক্সে যোগ দিয়েছেন জর্ডান হেন্ডারসন। এই লিগ ছাড়ার চেষ্টা চালাচ্ছেন করিম বেনজেমাও। এরমধ্যেই আবার সৌদি আরবে ফুটবলারদের অসন্তুষ্টির কথা জানালেন আল-নাসরে ক্রিস্তিয়ানো রোনালদোর সতীর্থ আইমেরিক লাপোর্তে। অনেক ফুটবলারই 'সুখে নেই' বলে দাবি করেছেন এই স্প্যানিশ ডিফেন্ডার।
বিশাল অঙ্কের বেতন ভাতার লোভে গত বছর থেকেই অনেক ফুটবলার পারি দিচ্ছেন সৌদি আরবে। সে ধারায় গত অগাস্টে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটি ছেড়ে আল-নাসরে যোগ দেন লাপোর্তেও। কিন্তু ছয় মাস না যেতেই তার মুখ থেকে বেরিয়ে এলো অসন্তুষ্টির কথা।
সম্প্রতি স্প্যানিশ সংবাদমাধ্যম এএসকে দেওয়া এক সাক্ষাৎকারে এই ডিফেন্ডার বলেছেন, 'ইউরোপের তুলনায় এখানে পার্থক্যটা বড়, কিন্তু শেষ পর্যন্ত মানিয়ে নেওয়াটাই আসল ব্যাপার। তারা আমাদের জন্য বিষয়টি সহজ করে তোলেনি। এতে অনেক খেলোয়াড়ই আছে যারা অসন্তুষ্ট। তারা আমাদের যত্ন নেয়, কিন্তু আমার মতে তা যথেষ্ট নয়।'
নানা ধরণের সুবিধার লোভ দেখিয়ে খেলোয়াড়দের আনা হলেও শেষ পর্যন্ত লিগ কর্তৃপক্ষ তা মনে রাখে না বলে দাবি করেন লাপোর্তে, 'আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি। অন্যদের অভিজ্ঞতা কেমন, তা জানি না। আমার দিক থেকে আমি যা দেখেছি তা হলো, তারা আপনাকে নিয়ে আসার চেষ্টা করে, কিন্তু এরপর এখানে প্রতিদিনের যে জীবন, সেটা অন্যরকম।'
'আপনি তাদের কোনো আল্টিমেটাম দিলেও, সেটা তাদের কাছে কোনো ব্যাপার নয়…আপনি আলোচনা করবেন, তারপর চুক্তি করবেন, কিন্তু এরপর তারা তা খুব একটা আমলে নেয় না। সত্যি বলতে, আমাদের মধ্যে অনেকেই এখানে শুধু ফুটবলের জন্য আসেনি। অনেকেই এই (আর্থিক) দিকটি নিয়ে খুশি। কিন্তু এর বাইরেও আমি এমন কিছু খুঁজছি, যা আর্থিক নয়।'
তবে এখনই ক্লাব ছাড়ার ব্যাপারে কোনো কিছু ভাবেননি লাপোর্তে। তবে পরিস্থিতির পরিবর্তন না হলে হেন্ডারসনের মতো সিদ্ধান্ত নিতেও পারেন বলে জানিয়েছেন তিনি।
Comments