স্কালোনি এবার বললেন, ‘ওটা বিদায় নিয়ে কিছু ছিলো না’

lionel scaloni

গত নভেম্বরে বিশ্বকাপ বাছাইপর্বে চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে জয়ের পর আর্জেন্টিনার কোচের পদ থেকে বিদায়ের সুর দেখা গিয়েছিল লিওনেল স্কালোনির কন্ঠে। তিনি আর বিশ্বকাপ জেতা দলটির কোচ থাকছেন না বলে গুঞ্জন চড়া হয়েছিলো। তবে এবার স্কালোনি নিজেই জানালেন, তার ওই কথা বিদায় কেন্দ্র করে কিছু ছিলো না।

স্কালোনি যে চলতি বছর কোপা আমেরিকা পর্যন্ত আর্জেন্টিনার কোচ থাকছেন বলে কদিন আগে খবর দিয়েছিল আর্জেন্টিনার এক গণমাধ্যম। এবার ইতালিয়ান গণমাধ্যমের সঙ্গে আলাপে স্কালোনি নিজেও তার থেকে যাওয়ার কথাই বললেন, 'অনেক আলোচনা হচ্ছে। কিন্তু আমি সব সময় সত্যটা বলেছি। কিছু মুহূর্ত ছিলো চিন্তা করার। ওটা বিদায় নেওয়া বা অন্য কিছু নিয়ে ছিলো না।'

২০১৮ সালে দায়িত্ব নিয়ে আর্জেন্টিনাকে কোপা আমেরিকা ও ২০২২ সালে বিশ্বকাপ জেতান স্কালোনি। এই কোচের এখন উপলব্ধি সামনে এগুতে হলে ভর করতে হবে তরুণদের উপর 'আমি ভাবছিলাম জাতীয় দল কীভাবে এগুবে। এবং সময় এসেছে তরুণদের সুযোগ করে দেওয়ার। এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ।'

অথচ গত ২২ নভেম্বর স্কালোনির কণ্ঠে ছিলো ভিন্ন সুর। তার আর দেওয়ার তেমন কিছু নেই বলেই স্পষ্ট ইঙিত করেছিলেন তিনি,  'আমি অনেক চিন্তা করেছি, আমি কী করতে চাই। এটা বিদায় না বা অন্য কিছু না। মানটা অনেক উঁচুতে উঠে গেছে এবং চালিয়ে যাওয়া এখন খুব কঠিন। এই জাতীয় দলের এমন একজন কোচ দরকার, যার সব রকম শক্তি আছে।'

 'চালিয়ে যাওয়া কঠিন, জেতার মধ্যে রাখা কঠিন। মাত্রাটা অনেক উঁচুতে উঠে গেছে।'

স্কালোনির এই বক্তব্যের পর তৈরি হয় অনেক খবর। আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন সভাপতি ক্লাওদিও তাপিয়ার সঙ্গে তার সম্পর্কের দূরত্ব নিয়ে আলোচনা উঠে আসে। তবে তাপিয়ার সঙ্গে এর মধ্যে একাধিক সভা করেছেন তিনি। হয়ত তাতে দুই পক্ষের মধ্যে একটা নমনীয় অবস্থা এসেছে।

Comments

The Daily Star  | English
Bangladesh energy import from Nepal

Nepal set to export 40mw power to Bangladesh via India today

Bangladesh has agreed to import electricity from Nepal for the next five years

4h ago