মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে অভিযুক্ত হামজা
লিস্টার সিটির বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ ফুটবলার মদ্যপান করে গাড়িয়ে চালানোর দায়ে অভিযুক্ত হয়েছেন। ব্রিটিশ গণমাধ্যম জানায়, পুলিশকেও সহায়তা না করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।
পুলিশ জানায়, শুক্রবার রাত ২টার দিকে নটিংহ্যামের ওয়েস্ট ব্রিজফোর্ডের কাছে একটি গাড়ি আটকায় তারা। সেই গাড়ি চালাচ্ছিলেন হামজা। ওই সময় তিনি মদ্যপ কিনা তা পরীক্ষা করে দেখতে চায় পুলিশ। কিন্তু তিনি পুলিশকে সহযোগিতা করেননি।
বিবিসি তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে, হামজার বিরুদ্ধে মাত্রাতিরিক্ত অ্যালকোহল গ্রহণ করে গাড়ি চালানোর অভিযোগ উঠেছে। এছাড়াও পুলিশকে সহযোগিতা না করার আলাদা অভিযোগও করা হয়েছে তার বিরুদ্ধে।
সোমবার লেস্টারের হয়ে মাঠে ছিলেন হামজা। তবে এই ব্যাপারে কোন মন্তব্য করতে চায়নি তার ক্লাব লেস্টার।
ইংলিশ প্রিমিয়ার লিগে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার হিসেবে খেলে আলোচনায় আসেন হামজা। বর্তমান তার ক্লাব প্রিমিয়ার লিগ থেকে নিচে নেমে গেছে।
Comments