৮ গোলের ম্যাচে হারের পর বিদায়ের কথা জানালেন জাভি

xavi hernandez

দুই গোলে পিছিয়ে যাওয়ার পর ১১ মিনিটের ব্যবধানে ৩ গোল দিয়ে এগিয়ে গিয়েছিলো বার্সেলোনা। কিন্তু নাটকীয় উত্তেজনায় ঠাসা ম্যাচে ভিয়ারিয়াল শেষ দিকে আরও তিন গোল দিয়ে মাতল বিজয় উল্লাসে। দলের চরম হতাশার দিনে মৌসুম শেষে বিদায়ের কথাও জানালেন কোচ জাভি হার্নান্দেজ।

শনিবার রাতে স্প্যানিশ লা লিগার ম্যাচে ভিয়ারিয়ালের কাছে ৫-৩ গোলে হারে বার্সা। তাদের হারের দিনে পাসমাসের বিপক্ষে জিতে রিয়াল মাদ্রিদ জিতে ফিরল শীর্ষ স্থানে। শীর্ষে থাকা রিয়াল থেকে ১০ পয়েন্টে পিছিয়ে থাকল বার্সা।

ম্যাচের ৪১ ও ৫৪ মিনিটে দুই গোল দিয়ে এগিয়ে যায় ভিয়ারিয়াল। ইকলাই গুন্দোগান ও পেদ্রি ৬০ ও ৬৮ মিনিটে আনেন সমতা। ৭১ মিনিটে আত্মঘাতি গোলের সৌজন্যে এগিয়ে যায় বার্সেলোনা।

তবে খেল বাকি ছিলো অনেক। ৮৪ মিনিটে ভিয়ারিয়াল সমতায় ফেরার পর যোগ করা সময়ে আরও দুই গোল দিয়ে ম্যাচ জিতে নেয় তারা।

দলের বড় হারের দিনে কোচের বিদায়ও শুনল ক্লাবটি। প্রধান কোচ জাভি জানিয়েছেন, জুনের পরই বিদায় নিচ্ছেন তিনি, 'আমি চলে যাচ্ছি, ৩০ জুন আমার শেষ। আমাকে বার্সার স্যার আলেক্স ফার্গুসেন হতে বলেছিল কেউ কেউ, কিন্তু সেটা অসম্ভব। বার্সায় এটা কখনো হওয়ার নয়।'

বিদায় বেলায় গণমাধ্যমের উপরও ক্ষোভ ঝেড়েছেন সাবেক বার্সার এই তারকা, 'খুব নির্দয় কাজ এটা। মনে হবে আপনি মূল্য পাচ্ছেন না। বাজে আচরণের শিকার হবেন, তারা (গণমাধ্যম) আপনাকে শেষ করে দেবে। সব কোচের সঙ্গেই এমন হয়। সবাইকে তাই চলে যেতে হয়।'

২০২১ সালে বার্সেলোনার দায়িত্বে এসেছিলেন জাভি। তাকে ঘিরে দিন বদলের স্বপ্ন দেখছিলেন সমর্থকরা। লি লিগায় একবার শিরোপা জিতলেও ইউরোপ সেরার লড়াইয়ে ক্লাবটি নিজেদের মেলে ধরতে পারেননি। আগের সেই সোনালী দিন ফেরারও আভাস মিলছে না।

Comments

The Daily Star  | English
bangladesh bank buys dollar

BB buys $313m more from 22 banks

Bangladesh Bank purchased another $313 million from 22 commercial banks in an auction yesterday, reacting to the sharp drop in the US dollar rate.

8h ago