লিগস কাপে মেসিদের গ্রুপে দুই মেক্সিকান ক্লাব
ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর লিগস কাপ দিয়ে ক্লাবটির ইতিহাসে প্রথম শিরোপা জিতিয়েছিলেন লিওনেল মেসি। এবার লড়াইটা সেই শিরোপা ধরে রাখার। গ্রুপ পর্বে দুই মেক্সিকান ক্লাবকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।
গতকাল বুধবার লিগ কাপ ২০২৪ এর ১৫টি গ্রুপ ঘোষণা করা হয়। গ্রুপগুলো দুটি ভৌগলিক অঞ্চলে (পূর্ব এবং পশ্চিম) বিভক্ত করা হয়েছে। যেখানে গ্রুপ পূর্ব ৩-এ খেলবে মেসির ক্লাব মায়ামি। এই গ্রুপে তাদের প্রতিপক্ষ ক্লাব টাইগার্স ও ক্লাব পুয়েবলা।
4 weeks, 3 nations, 2 leagues, 1 champion.
It all starts with the Group Stage on July 26.
#LeaguesCup2024 pic.twitter.com/GD2iRxJDx2— Leagues Cup (@LeaguesCup) January 31, 2024
মোট ৪৭টি ক্লাব অংশ নিচ্ছে লিগস ক্লাবে। শেষ ষোলোতে ওঠার লড়াইয়ে সরাসরি টিকেট পেয়েছে এমএলএস এবং লিগা এমএক্সের দুই চ্যাম্পিয়ন কলম্বাস ক্রু এবং আমেরিকা। বাকি ৪৫টি দলকে ১৫টি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতি গ্রুপে থাকা তিনটি দল থেকে দুটি দল জায়গা করে নিবে নকআউট পর্বে।
আগামী ২৬ জুলাই থেকে শুরু হবে লিগস ক্লাব। এক মাস ব্যাপী এই আসর ২৫ আগস্ট ফাইনাল দিয়ে শেষ হবে।
Comments