কিংসকে 'প্রথম' হারের স্বাদ দিল মোহামেডান

কিংস অ্যারেনার ঘরোয়া ফুটবলে তো বটেই মহাদেশীয় আসরেও অপরাজিত ছিল বসুন্ধরা কিংস

প্রায় দুই বছর হলো কিংস অ্যারেনার যাত্রা শুরু। তখন থেকেই নিজেদের মাঠে দূর্বার বসুন্ধরা কিংস। ঘরোয়া ফুটবলে তো বটেই মহাদেশীয় আসরেও অপরাজিত ছিল তারা। তাদের সেই যাত্রা থামিয়েছে দেশের অন্যতম ঐতিহ্যবাহী দল মোহামেডান স্পোর্টিং ক্লাব। কিংসকে তাদের মাঠেই হারিয়েছে দলটি।

শনিবার কিংস অ্যারেনায় বাংলাদেশ প্রিমিয়ার লিগের ম্যাচে বসুন্ধরা কিংসকে ১-০ গোলে হারিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। ম্যাচের একমাত্র গোলটি করেন মিনহাজুর আবেদীন।

কিংসের হারে জ্বলে উঠেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের লড়াই। ছয় রাউন্ড শেষে শীর্ষে থাকা কিংসের চেয়ে মাত্র এক পয়েন্ট পিছিয়ে মোহামেডান। ছয় ম্যাচে ১ পয়েন্ট চারবারের চ্যাম্পিয়নদের। মোহামেডানের সংগ্রহ ১৪ পয়েন্ট। ১০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে আবাহনী।

ম্যাচের ৪০তম মিনিটে কিংস শিবির স্তব্ধ করে দেন মিডফিল্ডার মিনহাজুর। নিজেদের অর্ধ থেকে বল নিয়ে প্রায় ২৫ গজ দূর থেকে বাঁ পায়ের আচমকা শট গোলরক্ষক আনিসুর রহমান জিকোর মাথার ওপর দিয়ে লক্ষ্যভেদ করলে উল্লাসে মাতে মোহামেডান। দারুণ এই গোলের জন্য ম্যাচসেরার পুরস্কারও মিলেছে মিনহাজুরের।

অথচ এবারের আসরে এর আগে কখনোই প্রতিপক্ষ তাদের গোল করতে পারেনি। এদিনই প্রথম আগে গোল হজম করল। এরপর আর ঘুরে দাঁড়াতেই পারল না দলটি। কিছুদিন আগে স্বাধীনতা কাপের ফাইনালে এই মোহামেডানের বিপক্ষে পিছিয়ে পড়ে ২-১ ব্যবধানে জিতেছে কিংস।

অবশ্য দ্বিতীয়ার্ধে সমতায় ফেরার প্রবল চেষ্টা চালিয়েছিল স্বাগতিকরা। ৬২তম মিনিটে দরিয়েলতনের হেড লক্ষ্যভ্রষ্ট হলে নষ্ট হয় সহজ সুযোগ। ম্যাচের যোগ করা সময়েও লক্ষ্যে রাখতে পারেননি এই ফরোয়ার্ড। অন্যদিকে ব্যবধান বাড়ানোর সুযোগ ছিল মোহামেডানেরও। সুলেমান দিয়াবাতের শট গোলরক্ষক জিকো না ঠেকালে ব্যবধান ২-০ হতেও পারতো।

Comments

The Daily Star  | English

Reforms needed before polls: Yunus

The 84-year-old microfinance pioneer is helming a temporary administration, to tackle what he has called the "extremely tough" challenge of restoring democratic institutions.

57m ago