বার্সেলোনায় মেসির ফেরার অপেক্ষায় ছিলেন আগুয়েরো
ম্যানচেস্টার সিটি ছেড়ে যখন বার্সেলোনায় যান সের্জিও আগুয়েরো, তখন বেশ কয়েকটি ক্লাবই তাকে পেতে মুখিয়ে ছিল। কিন্তু বন্ধুর সঙ্গে একত্রে খেলবেন বলেই কাতালান ক্লাব বেছে নেন তিনি। কিন্তু কয়েকদিন পরই জানতে পারেন লা লিগার ফিনান্সিয়াল 'ফেয়ার প্লে' নীতির কারণে চুক্তি নবায়ন করতে পারেননি মেসি। তবুও বন্ধুর ফেরার অপেক্ষায় ছিলেন আগুয়েরো।
মেসি বার্সেলোনা ছাড়ার পর ১০ নম্বর জার্সির উত্তরসূরি খুঁজতে শুরু করে ক্লাবটি। এই জার্সি পরার প্রস্তাব দেওয়া হয় আগুয়েরোকে। ম্যানসিটিতে ১০ নম্বর জার্সি পরেই খেলতেন এই আর্জেন্টাইন ফরোয়ার্ড। কিন্তু তাদের প্রস্তাব ফিরিয়ে দেন তিনি। তখনও তার ভাবনায় ছিল আর্থিক সমস্যা কেটে গেলে খুব শীগগিরই ফিরবেন মেসি।
সম্প্রতি আর্জেন্টাইন সাংবাদিক হুয়ান পাবলো ভার্স্কিকে দেওয়া এক সাক্ষাত্কারে আগুয়েরো বলেছেন, 'লিও যখন বার্সেলোনা ছেড়ে যায়, তারা আমাকে ১০ নম্বর জার্সিটি অফার করে এবং আমি না বলে দেই। আমি যে এটা চাইনি তা নয়। আমি ভেবেছিলাম ও ফিরে আসবে।'
বার্সেলোনায় মেসিই ১০ নম্বর জার্সি ব্যবহারের একমাত্র যোগ্য বলে মনে করেন তিনি, 'তারা আমাকে বলেছিল যে আমিই একমাত্র এটি ব্যবহার করতে পারি। কিন্তু আমার মতে ১০ নম্বরটি লিওর। ও যদি সেখানে না থাকে তাহলে এটা ব্যবহারই করো না।'
তবে দুর্ভাগ্য আগুয়েরোর, এর কয়েক মাস পর ফুটবলই ছেড়ে দিতে হয় তাকে। আর গুঞ্জন থাকলেও আর বার্সেলোনাতে ফেরা হয়নি মেসির। হৃদযন্ত্রে সমস্যা ধরা পড়েছে আগুয়েরোর। অ্যারিথমিয়া বা অনিয়মিত হৃৎস্পন্দনে ভুগতে থাকায় পেশাদার ফুটবল চালিয়ে যাওয়া অসম্ভব বলেই মনে করেন চিকিৎসকরা। ফুটবল ছাড়তে বাধ্য হন এই ফরোয়ার্ড।
Comments