অলিম্পিকে আসলেই খেলবেন মেসি-দি মারিয়া? কী বললেন মাশচেরানো

প্যারিস অলিম্পিকের টিকিট পেলে আর্জেন্টিনা দলে খেলবেন লিওনেল মেসি ও আনহেল দি মারিয়া। এতদিন এই গুঞ্জনে সয়লাব ছিল আন্তর্জাতিক গণমাধ্যম। এবার যখন সত্যিই মূল পর্বে জায়গা করে নিয়েছে তখন চারদিকে আলোচনা, আসলেই কী খেলবেন এই দুই তারকা? তবে তাদের প্যারিসে নেওয়ার জন্য চেষ্টার কোনো ত্রুটি রাখবেন না বলে জানিয়েছেন কোচ হ্যাভিয়ার মাশচেরানো। 

কিছুদিন আগেই লিবেরোকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে দি মারিয়া জানিয়েছিলেন জাতীয় দলের হয়ে কোপা আমেরিকাই তার শেষ টুর্নামেন্ট, 'আমি নিজের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা অর্জন করেছি। কোপা আমেরিকাই শেষ বার। আমি এই সিদ্ধান্ত নিয়েছি কারণ আমি অনেক বছর ধরে ইনজুরিতে ভুগছি এবং জিনিসগুলো ঠিকভাবে কার্যকর হয়নি।'

তবে কাতার বিশ্বকাপকেও শেষ বলে আগে ঘোষণা দিয়েছিলেন দি মারিয়া। কিন্তু এখনও খেলা চালিয়ে যাচ্ছেন তিনি। এদিন ম্যাচ শেষে কোচ মাশচেরানো বলেন, 'আমি লিও (মেসি) ও আনহেলের (দি মারিয়া) সঙ্গে কথা বলব। তবে আমি যা পড়েছি তাতে কোপা আমেরিকাতেই তারা শেষ করতে চায়। তারা কী চায় সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার তারা অর্জন করেছে। তবে অবশ্যই আমরা তাদের দলে নেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব এবং দেখা যাক কী হয়...'

দি মারিয়ার মতো মেসির ক্ষেত্রেও সব কিছু নির্ভর করছে তার উপরই। কোপা আমেরিকা ও অলিম্পিক গেমসের মাঝে খুব অল্প সময়ই রয়েছে। ইন্টার মায়ামিতে খেলার চাপও থাকছে। তবে তাকে দলে নেওয়ার সব চেষ্টাই করবেন মাশচেরানো, 'লিওর সাথে আমার সম্পর্ক, আমার বন্ধুত্ব সম্পর্কে সবাই এরমধ্যেই জানে। তার মতো একজন খেলোয়াড়ের জন্য আমাদের সাথে যাওয়ার দরজা সবসময় খোলা। তবে এটা তার এবং তার প্রতিশ্রুতির উপর নির্ভর করবে।'

'সিনিয়র জাতীয় দলের ব্যাপারটি আমি বুঝতে পারি, কোপা আমেরিকা আছে, তাই এটা সহজ নয়। আপনাকে সতর্ক থাকতে হবে। অবশ্যই আমরা কথা বলতে যাচ্ছি, আনহেল ও লিও উভয়ের সঙ্গেই আমার সম্পর্ক সবাই জানে, আমরা বন্ধু। আমরা একটি দর্শনীয় সম্পর্ক আছে। কোচ হিসেবে অবশ্যই তাদের আমন্ত্রণ জানাবো। কিন্তু তাদের অন্যান্য প্রতিশ্রুতি রয়েছে, এটা বুঝতে হবে। এসবের উপরও নির্ভর করে, তাই এত সহজ নয়,' যোগ করেন মাশচেরানো।

রোববার রাতে ভেনেজুয়েলার কারাকাসে অলিম্পিক ফুটবলের কনমেবল অঞ্চলের বাছাইপর্বে ব্রাজিলকে ১-০ গোলের ব্যবধানে হারিয়ে প্যারিসের টিকিট কাটে আর্জেন্টিনা। ম্যাচের ৭৮তম মিনিটে জয়সূচক গোলটি করে দলকে উল্লাসে মাতান স্ট্রাইকার লুসিয়ানো গোন্দু। তাতে গত দুইবারের চ্যাম্পিয়ন ও চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে এবার থাকতে হচ্ছে দর্শক হয়ে।

Comments

The Daily Star  | English

CMP chief orders police to open fire if faced with weapons

The verbal directive, issued over wireless on Tuesday night, applies to all CMP personnel

1h ago