ডি ব্রুইনার ঝলকে প্রতিপক্ষের মাঠে সিটির দাপট

কেভিন ডি ব্রুইনা গোল করেন, গোল করালেন। গোল পেলেন বার্নাডো সিলভা, ফিল ফোডেনরা। এফসি কোপেনহেগেন গোলরক্ষক প্রাচীর হয়ে না দাঁড়ালেন গোল হতে পারত আরও বেশি। তবু বড় জয় নিয়েই চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটের পথে অনেকটা এগিয়ে গেছে ম্যানচেস্টার সিটি।
মঙ্গলবার রাতে ডেনমার্কের কোপেনহেগেনে ইংলিশ জায়ান্ট সিটি জিতেছে ৩-১ গোলে। ১০ মিনিটে ডি ব্রুইনা দলকে এগিয়ে নেওয়ার পর ৩৪ মিনিটে সমতা আনে কোপেনহেগেন। ৪৫ মিনিটে ফের দলকে এগিয়ে নেন সিলভা। যোগ করা সময়ে লক্ষ্যভেদ করে জয় নিশ্চিত করেন ফোডেন।
পুরো ম্যাচে একচেটিয়া দাপট নিয়ে খেলেছে সিটি। প্রায় ৮০ শতাংশ বলই দখলে ছিল ইংলিশ চ্যাম্পিয়নদের। ২৭ শট মেরে ১৩টি লক্ষ্যে রেখে তিন গোল আদায় করে তারা। গোল আরও বেশি না হওয়ার কারণ প্রতিপক্ষের গোলরক্ষক কামিল গ্রাবারা। দারুণ কিছু শট ঠেকিয়ে দেন তিনি।
ম্যাচের ১০ মিনিটে ফোডেনের বাড়িয়ে দেওয়া বল থেকে বক্সে ডি ব্রুইনা জালে বল পাঠাতে ভুল করেননি। ২১ মিনিটে চোটের কারণে জ্যাক গ্রিলিশকে হারায় সিটি, তবে এটি টের পাওয়া যায়নি বাকিদের ছন্দে।
সিটির একের পর এক আক্রমণ সামলে ৩৪ মিনিটে গোল পেয়ে বসে কোপেনহেগেন। সিটির ব্রাজিলিয়ান কিপার এডারসেন ব্যাকপাস ধরে ক্লিয়ার করতে গিয়ে প্রতিপক্ষের পায়ে বল তুলে বিপদ ডাকেন। মোহামেদ এলিয়োনসির শট দিয়াস আটকালেও ডেনিশ মিডফিল্ডার মেটসন ফিরতি বল পেয়ে জালে জড়ান।
বিরতির আগে দলকে স্বস্তি দেন সিলভা। ডি ব্রুইনার কাছ থেকে বলের যোগান পেয়ে দলকে এগিয়ে নেন তিনি। যোগ করা সময়ে তৃতীয় গোল করে আর শঙ্কার জায়গা রাখেননি ফোডেন।
৫ মার্চ নিজেদের মাঠে কোপেনহেগেনের বিপক্ষে ফিরতি লেগে মুখোমুখি হবে সিটি। প্রথম লেগে দুই গোলে এগিয়ে থাকায় তাদের কাজটা অনেক সহজ।
Comments