বেলিংহ্যামের চোটে নেমে রিয়ালের নায়ক ব্রাহিম দিয়াস
রিয়াল মাদ্রিদের বেঞ্চের শক্তিরই যেন বড় প্রমাণ। দুরন্ত ছন্দে থাকা জুড বেলিংহ্যাম ফিট না থাকায় কোন সমস্যাতেই পড়ল না স্প্যানিশ জায়ান্টরা। তার জায়গায় নেমে দলকে ম্যাচ জেতানো দারুণ গোল এনে দিয়ে নায়ক ব্রাহিম দিয়াস।
মঙ্গলবার আরবি লাইপজিগের মাঠ রেল বুল অ্যারেনায় গিয়ে দিয়াসের দারুণ গোলে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচটি ১-০ গোলে জিতেছে রিয়াল। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসের সফলতম দল শেষ আটের পথেও এগিয়ে গেল তাতে।
গত শনিবার লা লিগার ম্যাচে জিরোনার বিপক্ষে ৪-০ গোলে জয়ের দিন অ্যাঙ্কেলের চোটে তিন সপ্তাহের জন্য ছিটকে যান বেলিংহ্যাম। তার জায়গায় নেমে দলকে জেতানো দিয়াস এই ম্যাচে শেষ দিকে চোট পেয়ে মাঠ ছেড়ছেন। এটা অবশ্য এখন একটু চিন্তারই রিয়ালের জন্য।
এদিন খেলার শুরু থেকে তাল মিলিয়ে খেলছিল দুই দলই। প্রথমার্ধে কোন গোল তাই আসেনি। বিরতির পর ঝলক দেখান দিয়াস। বক্সের ডান কোনা দিয়ে পায়ের কারিকুরি দেখিয়ে ঢুকে পড়েন, দুই জন ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে বা পায়ের শটে চোখ ধাঁধানো গোলে উল্লাসে মাতেন তিনি।
এই গোল ধরে রেখেই ম্যাচ জিতে নেয় স্প্যানিশ জায়ান্টরা। ৬ মার্চ সান্তিয়াগো বার্নাব্যুতে ফিরতে ম্যাচ খেলবে দু'দল।
Comments