রিয়ালের সঙ্গে চুক্তি হয়ে গেছে এমবাপের!

মার্কার দাবি, সান্তিয়াগো বার্নাব্যুতে আগামী পাঁচ মৌসুম থাকছেন এমবাপে
ছবি: এএফপি

রিয়াল মাদ্রিদে যোগ দিচ্ছেন কিলিয়ান এমবাপে। ফুটবল ভক্তদের জন্য এমন শিরোনাম দেখা নতুন কিছু নয়। প্রায় প্রতি মৌসুমেই এমন গুঞ্জন ওঠে। কিন্তু শেষ পর্যন্ত তাকে দেখা যায় পিএসজিতেই। তবে এবার সত্যি সত্যি রিয়ালের সঙ্গে এমবাপের চুক্তি হয়ে গিয়েছে বলে দাবি করেছে মাদ্রিদ ভিত্তিক সংবাদমাধ্যম মার্কা সহ বেশ কিছু স্প্যানিশ সংবাদমাধ্যম।

সোমবার মার্কার এক প্রতিবেদনে জানা যায়, সপ্তাহ দুই আগেই এমবাপের সঙ্গে চুক্তির বিষয়টি শেষ করেছে রিয়াল। আর এই চুক্তিটা হয়েছে পাঁচ বছরের জন্য। অর্থাৎ সান্তিয়াগো বার্নাব্যুতে আগামী পাঁচটি মৌসুম খেলবেন এই ফরাসি। তবে মৌসুম শেষে পিএসজি ছাড়ার পরই আনুষ্ঠানিক ঘোষণা আসবে বলে জানিয়েছে মার্কা।

প্রতিবেদনে তারা আরও জানিয়েছে, গত জানুয়ারি থেকেই এমবাপের সঙ্গে যোগাযোগ করে রিয়াল। এমবাপের সম্মতি মিললে তার সঙ্গে কথাবার্তা শুরু হয় ম্যানেজমেন্টের। মূল আলোচনা ছিল বেতন ভাতা নিয়ে। সেখানে খুব একটা ছাড় দিতে হয়নি বলে জানায় তারা। পিএসজিতে যা পেতেন রিয়ালেও একই অঙ্কের বেতন পাবেন এমবাপে।

স্পষ্ট করে না জানাতে পারলেও রিয়ালে মৌসুম প্রতি এমবাপের বেতন হবে ১৫ থেকে ২০ মিলিয়ন ইউরোর মধ্যে। তবে সাইনিং বোনাস ও অন্যান্য বোনাস সহ প্রায় ৫০ মিলিয়ন ইউরো আয় করবেন এই ফরাসি তারকা। সেক্ষেত্রে এই ফরাসি তারকাই হতে চলেছেন রিয়ালের সবচেয়ে দামি ফুটবলার।

এর আগে কয়েকবারই এমবাপেকে দলভুক্ত করার অনেক চেষ্টাই করেছে রিয়াল। কিন্তু কোনো না কোনোভাবে তাকে ঠিকই আটকে রাখে পিএসজি। ২০২২ সালে তো তাকে আটকানোর জন্য ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রর দ্বারস্থ হন পিএসজি সভাপতি নাসের আল খেলাইফি। প্রেসিডেন্টের অনুরোধে প্যারিসে থেকে যান। তবে এবার আর তাকে ধরে রাখতে পারছেন না খেলাইফি।

এদিকে এমবাপে তার বর্তমান ক্লাব পিএসজিকে এরমধ্যেই বিদায়ী বার্তা দিয়ে দিয়েছেন বলে সংবাদ প্রকাশ করেছে ফরাসি সংবাদমাধ্যমগুলো। অনুশীলন ক্যাম্পেও সতীর্থদের পিএসজি ছাড়ার কথা বলেছেন বলে সংবাদ প্রকাশ করেছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো।

Comments

The Daily Star  | English

‘Humanity must prevail’

Says UN as Israeli offensive in Gaza enters 12th month; Israeli attacks kill 61 in Gaza in 48 hours

1h ago