ভিনিসিউসের জোড়া গোলে রিয়ালের ড্র, বেলিংহ্যামকে বিতর্কিত লাল কার্ড
খেলার শুরুতেই রিয়াল মাদ্রিদকে চেপে তিন মিনিটের মধ্যে দুই গোল করে এগিয়ে গেল ভ্যালেন্সিয়া। তবে প্রতিপক্ষের মাঠে গিয়ে ঠিকই ঝলক দেখালেন ব্রাজিলিয়ান তারকা ভিনিসিউস জুনিয়র। জোড়া গোল করে হার এড়ালেন তিনি। একদম অন্তিম সময়ে জুড বেলিংহ্যামের গোলে জিততেও পারত রিয়াল। কিন্তু সময় পেরিয়ে যাওয়ার পরও হেড করায় উল্টো লাল কার্ড দেখতে হয় তাকে।
শনিবার রাতে ভ্যালেন্সিয়ার মাঠে ২-২ গোলে ড্র করেছে রিয়াল মাদ্রিদ। হুগো দুরোর গোলে এগিয়ে যাওয়া ভ্যালেন্সিয়াকে ৩০ মিনিটে দ্বিতীয় গোল এনে দিয়েছিলেন রোমান ইয়ারেমচাক। প্রথমার্ধে যোগ করা সময়ে ব্যবধান কমান ভিনি। পরে ৭৬ মিনিটে হেডে গোল করে সমতা ফেরান তিনি।
ভিনিসিউসের মুন্সিয়ানা কিছুটা চাপা পড়ে যায় শেষের বিতর্কে। তখন যোগ করা সময়ের খেলা চলছে। রেফারির শেষ বাঁশির এই বাজল বলে। রিয়াল তখন ডানপ্রান্ত দিয়ে দারুণ আক্রমণ শানিয়েছে। রিয়ালের এক খেলোয়াড়ের ক্রস যখন উড়ে আসে বক্সে, তখনই বাঁশি বাজিয়ে দেন রেফারি। সেই আওয়াজ না শুনে হেডে বল জালে জড়ান বেলিংহ্যাম। তবে সময় পেরিয়ে যাওয়ায় গোলটা দেননি রেফারি। প্রতিবাদ করায় বেলিংহ্যামকে দেখান লাল কার্ড। বেশ কিছুটা সময় বাকবিতণ্ডা করে রিয়ালের খেলোয়াড়রা।
এই ড্রয়ের পর ২৭ ম্যাচে ২০ জয়ে ৬৬ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে রিয়াল। ৫৯ পয়েন্ট নিয়ে জিরোনা দুই ও ৫৭ পয়েন্ট নিয়ে তিনে আছে বার্সেলোনা।
Comments